ফের সোশ্যাল মিডিয়া কাপাল রাজ – শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভান! রইল ভিডিও সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- অন্যান্য স্টার কিড এর তুলনায় তার জনপ্রিয়তা কিছুটা হলেও বেশি । এই গত ১০ মাসে সে অনেক কিছু শিখে গেছে । আয়ত্ত করতে শিখেছে পরিবেশের সৌন্দর্য কে । তাই তো মাঝে মধ্যে এখন বায়না করে বাইরে যাওয়ার জন্য ।




ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে রাজ এবং শুভশ্রীর ছেলের কথা বলতে চলেছি ।জন্মগ্রহণ করার পর থেকেই জনপ্রিয়তার নিরিখে পৌঁছে যায় খুব অল্প সময়ের মধ্যে ।আপনারা হয়তো জানেন যে তার একটি ফ্যান পেইজ খোলা হয়েছে ইতিমধ্যে ।সেখান থেকে প্রতিনিয়ত তার দুষ্টুমি ও খু-নসুটি ভিডিও প্রকাশ করা হয়ে থাকে । যা প্রতিনিয়ত বাড়িয়ে তোলে তার জনপ্রিয়তা কে ।




আমরা এর আগে বিভিন্ন বার বিভিন্ন ভিডিওতে রাজ এবং শুভশ্রীকে তার ছেলের খুনসুটি ভিডিও শেয়ার করতে দেখেছিলাম । ১০ মাসের সময় কালে প্রতিনিয়ত তারা কোন না কোন ছবি এবং ভিডিও তার অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন । যার ফলে রাজ এবং শুভশ্রী সাথে সাথে বেড়েছিল তার ছোট্ট ছেলে জনপ্রিয়তা ।তবে সম্প্রতি আরও একবার একটি ভিডিও প্রকাশ হলো এবং এখানেও দেখা গেল এ-কান্তে সময় কাটাতে রাজ-শুভশ্রী এবং তার ছেলেকে ।




যদিও সন্তান জন্মগ্রহণ করার পর থেকে বেবি ফ্যাট’ নিয়ে প্রচন্ড কটাক্ষে শি-কার হতে হয় শুভশ্রী গাঙ্গুলী কে । কিন্তু তিনি সকলের মুখ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কঠোর পরিশ্রম করে । শরীরে অতিরিক্ত মেদ জন্মালো কঠোর পরিশ্রম করে তা পুনরায় ঝ-রিয়ে আগের অবস্থায় ফিরে এসেছেন অভিনেত্রী । আর তাতে নেট দুনিয়ার একটা বড় অংশই রীতি-মতো চুপ হয়ে গেছে । তবে রাজ-শুভশ্রী এবং তার ছেলের আদর মাখা সেই ভিডিওটি দেখতে অনেক অনেক শেয়ার করেছেন ।আবার অনেকে তাদের সুস্থতা কামনা করেছেন ইতিমধ্যে ।



















