বাড়িতে একবার বসিয়ে দেখুন এই গাছ, অর্থের আগমন দেখে অবাক হয়ে যাবেন আপনিও









নিজস্ব প্রতিবেদন: বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে থাকা কিছু গাছের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল মানিপ্লান্ট। বহু গৃহস্থ বাড়িতেই কিন্তু শোভা বর্ধন করার জন্য অথবা কিছু বিশ্বাস নিয়ে এই গাছটি রোপন করা হয়ে থাকে।শাস্ত্র মতে মানিপ্লান্ট গাছে দেবী লক্ষী এবং ধনদেবতা বসবাস করেন।
তাই এই গাছকে অত্যন্ত যত্নে এবং নিয়ম মেনে বড় করা প্রয়োজন। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই সেই কিছু নিয়ম নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। যারা বাস্তুতন্ত্রে বিশ্বাসী রয়েছেন এই প্রতিবেদনটি কিন্তু মনোযোগ সহকারে পড়তে পারেন।।




১) যদি আপনি বাড়িতে মানিপ্লান্ট গাছ বসিয়ে থাকেন তাহলে নিয়মিত জল দেওয়া থেকে শুরু করে এই গাছের যাতে কোন অযত্ন না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে।বাড়িতে মানিপ্লান্ট লাগানো থাকলে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। ফলস্বরূপ সমস্ত আর্থিক বাধা কেটে যায় এবং বাড়িতে অর্থের আগমন হয়ে থাকে।
২) শুধুমাত্র আর্থিক উন্নতি নয় মনে করা হয় যদি এই গাছ বাড়িতে লাগানো হয় তাহলে পারিবারিক শান্তি বজায় থাকে এবং সম্পর্ক মধুর হয়ে থাকে।




৩) তবে অবশ্যই আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কারুর বাড়ি থেকে কেটে এনে অথবা চুরি করে কিন্তু আপনারা মানিপ্লান্ট গাছ বাড়িতে বসাবেন না। তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে যেটা মোটেও সুখকর নয়।
৪) সবশেষে আমরা আরও একটি বিষয় খেয়াল রাখতে বলবো। যেটি হল,মানিপ্লান্ট গাছ কখনোই যেন মাটি স্পর্শ না করে। মানিপ্লান্ট যদি লতানো হয়, সে ক্ষেত্রে তাকে কোনো না কোনোভাবে উপর দিকে তুলে রাখার চেষ্টা করবেন।











