জল বা তেলের খালি বোতল কি ফেলে দেন! এবার থেকে না ফেলে কাজে লাগান এইভাবে, বেঁচে যাবে সংসারের অনেক খরচ









নিজস্ব প্রতিবেদন: আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কমবেশি বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বোতল হয়তো আমরা ফেলে দিয়ে থাকি অথবা জল খাওয়ার জন্য ব্যবহার করি। তবে এগুলোকে কিন্তু অনেক কাজে ব্যবহার করা যেতে তা হয়তো আপনাদের ধারণার মধ্যে নেই। আজকে আমরা আপনাদের সাথে তাই বিশেষ কয়েকটি টিপস শেয়ার করে নিতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।
১) শিলনোড়ায় মসলা বাটার সময় সেগুলোকে উঠানোর সময় বা সরানোর সময় কিন্তু আমাদের বেশ ঝামেলার মুখোমুখি পড়তে হয়। কারণ অনেক ক্ষেত্রে এই মসলা হাতে লেগে গেলে প্রচন্ড পরিমাণে জ্বালা করে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করে নিতে চলেছি যাতে আর সমস্যা হবে না। যে কোন প্লাস্টিকের বোতল নিয়ে সেটার মাঝখানের অংশটাকে কেটে বের করে নিন এবং কোনাকুনি করে এটাকে আরো একবার কেটে নিন। দেখবেন এই বোতলের অংশটা অনেকটা হাতার মতো তৈরি হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু আপনারা এটার মাধ্যমে মসলা সরিয়ে নিতে পারবেন এবং আর কোনরকম জ্বালা যন্ত্রনা হবে না।




২) এই টিপস এর জন্য আপনাদের একটা বোতলের তলার অংশ নিয়ে নিতে হবে। বোতলের নিচের অংশের উঁচু জায়গা গুলোকে আপনাদের প্রথমেই যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে তেমন করে ফুটো করে নিতে হবে। এখানে কিন্তু সহজেই আপনারা বাসন মাজার সাবান রেখে দিতে পারেন যাতে সেটা গলে না যায়। যেহেতু ছিদ্র করে দেওয়া হচ্ছে তাই এর মধ্যে কোনোভাবেই কিন্তু জল দাঁড়াবে না।।
৩) এই বোতল দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা পেনদানি তৈরি করে নিতে পারেন। তার জন্য বোতলের মাঝখান থেকে তোলার অংশটা সমান্তরাল ভাবে কেটে নিয়ে কয়েকটি রঙিন সেলোটেপ এর গায়ে লাগিয়ে দিন। তারপর ঠিক তলার অংশে যেকোনো টিফিন বক্স বা সাবানের বক্সের ঢাকনা লাগিয়ে দিন যাতে পড়ে না যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল পেনদানি বা স্ট্যান্ড।




৪) কমবেশি সকলের বাড়িতেই এক ধরনের তেল রাখার জন্য প্লাস্টিকের বড় বোতল বা কন্টেনার এর মতন জিনিস দেখা দেয়। মাথার কাছের অংশটা অর্থাৎ ঢাকনার দিকটাকে খুব সহজেই আপনারা লাইটের হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য ঢাকনার মুখে খালি দুটো ছিদ্র করে নেবেন তার ঢোকানোর জন্য আর কিছু দরকার নেই। আসা যাক এর নিচের অংশটার কথায়। এটাকে যে কোন চারা গাছ প্রতিস্থাপন করার জন্য খুব সহজেই টব হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৫) একটা হাফ লিটারের বোতল কেটে নিন। অনেকেই কিন্তু গাছ লাগানোর আগে চারাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। বিশেষ করে পুদিনা বা ধনেপাতার ক্ষেত্রে প্রায় সময় এটা ঘটে। সেক্ষেত্রে ডাল বা চারা সংরক্ষণ করার জন্য আপনারা এই ছোট বোতল ব্যবহার করতে পারেন জল দিয়ে।




৬) ফ্যান চালালে কিন্তু অনেক সময় প্রদীপ নিভে গিয়ে থাকে। যাদের বাড়ির মধ্যে ঠাকুর ঘর রয়েছে তারা অবশ্যই এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন। তার জন্য একটা বড় বোতলের মাথার কাছের অংশটা কেটে নিয়ে প্রদীপের উপরে চাপা দিয়ে দিন। দেখবেন আর কোনভাবেই হাওয়া ঢুকবে না।
৭) শাক কাটতে গিয়ে কিন্তু অনেকেরই খুব সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা একটা বোতলের মাঝের অংশ নিয়ে তাতে শাকগুলো ভরে খুব সহজেই ছুরির সাহায্যে কেটে নিতে পারেন।




৮) রান্না করার সময় কিন্তু আমাদের হাত অনেক সময় পুড়ে যেতে পারে তেল ছিটকানোর কারণে। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যেও আপনারা একটা বোতলের উপরের অংশ কেটে তার ঢাকনা দিয়ে খুন্তি বা যে কোন জিনিস ভরে সহজেই নিজের হাত কিন্তু বাঁচাতে পারেন এই তেলের প্রভাব থেকে। নতুন গৃহিণীদের জন্য এটা খুবই কার্যকরী টিপস।
৯) ছোট পাত্রে চিনি বা সুজির মতন জিনিস প্যাকেট থেকে ঢালতে গেলে অনেক ক্ষেত্রে পড়ে যায় সে ক্ষেত্রে আপনারা বোতলের মুখটাকে অনেকটা চোঙের মতন ব্যবহার করে সহজেই এগুলো কিন্তু ঢেলে ফেলতে পারেন।
১০)যারা পাখি অত্যন্ত পছন্দ করে থাকেন তারা অবশ্যই এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন। ছাদের উপরে খুব সহজেই কিন্তু আপনারা এই বোতলের কাঁটা অংশ রেখে জল বা খাবার দিয়ে দিতে পারেন তাদের জন্য।











