কলকাতার আশেপাশেই প্রপার লোকেশনে খুবই সস্তায় নতুন এই দোতলা বাড়ি বিক্রি, না দেখলে মিস করবেন গ্যারান্টি









নিজস্ব প্রতিবেদন: ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে মানুষের কাছে ভবিষ্যৎ আস্তানা হিসেবে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে রেডিমেড বাড়ি। আসলে দৈনন্দিন ব্যস্ততার মাঝে দীর্ঘ একটা সময় নিয়ে সকলের পক্ষে কিন্তু বাড়ি দাড় করানো সম্ভব হয় না। তবে পাঠকদের সুবিধার্থে এর আগেও আমরা অনেক রেডিমেড বাড়ি এবং জমির খোঁজ নিয়ে এসেছি। আজ আবার এমনই একটি বাড়ির খোঁজ সম্পর্কে আপনাদের জানাবো। আশা করছি আপনাদের এই প্রতিবেদনটি কাজে লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। আজ যে বাড়িটির সম্পর্কে আপনাদের জানাবো সেটির মধ্যমগ্রাম স্টেশন থেকে খুব সামান্য দূরত্বে অবস্থিত। এটি একটি দোতলা বাড়ি।




মোটামুটি ছোট থেকে মাঝারি ফ্যামিলি যাদের রয়েছে তারা সহজেই এই বাড়িটা কিনতে পারেন। কেনার পর আপনাকে শুধুমাত্র বাইরে এবং ভেতরের অংশে একটু রং করার জন্য খরচ করতে হবে। এছাড়া আর অতিরিক্ত অর্থ খরচের ব্যাপার নেই।। ১.৫ কাঠা জমির উপর এই বাড়িটি নির্মিত হয়েছে। এতে তিনটি বেডরুম, দুটি বাথরুম, একটি কিচেন এবং একটি গ্যারেজ রয়েছে। এছাড়াও খোলা বারান্দা আর বেশ খানিকটা প্যাসেজ আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ একেবারেই বদ্ধ পরিবেশ নয় বেশ খোলামেলা পরিবেশ রয়েছে। স্টেশন থেকে খুব সামান্য দূরত্বের মধ্যেই এই বাড়িটি অবস্থিত।।
হাতের মুঠোয় আপনারা স্কুল, কলেজ, বাজার, ব্যাঙ্ক আর অটো স্ট্যান্ড সবকিছুই পেয়ে যাচ্ছেন। মালিক পক্ষের কিছু সমস্যা থাকায় বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। এটির দাম রাখা হয়েছে ৫৫ লক্ষ টাকা। যদি কেউ ক্রেতা হিসেবে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিজের দেওয়া নম্বরে ফোন করে দ্রুত কথা বলে নিন। এত দুর্দান্ত লোকেশন এর মধ্যে কম দামে বাড়ির সুযোগ কিন্তু ভুল করেও হাতছাড়া করা উচিত নয়।
Contact – 9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন – https://youtu.be/VYPHYkE-sj4











