কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে খুব সস্তায় এই সুন্দর দোতলা বাড়ি বিক্রি, ভুলেও মিস করবেন না সুযোগ

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটি জায়গা যেখানে সারা দিনের ব্যস্ততার পরে একটু নিশ্চিন্তে আশ্রয় পাওয়া যায়।। কিন্তু সেই বাড়ি যদি মনের মতন বা সঠিক পরিকল্পনা অনুযায়ী না হয় তাহলে কেমন লাগবে বলুন তো। অনেকেই হয়তো এই সমস্যার ভুক্তভোগী রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনের সেই সমস্ত পাঠক বন্ধুদের সমস্যারই সমাধান করতে চলেছি আমরা।

চলুন তাহলে দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি আমাদের আজকের লোকেশন হলো চন্দননগর। কম-বেশি আপনাদের সকলেরই হয়তো আজকের লোকেশন পছন্দ হবে তার কারণ জগদ্ধাত্রী পূজোর আলোকসজ্জার জন্য বিগত বহু বছর ধরেই বিখ্যাত রয়েছে চন্দননগর শহর। আর এই জায়গাটা মূল কলকাতা থেকে খুবই কাছে।

এই সুন্দর রং করা দোতলা বাড়িটি ১ কাঠা ১০ ছটাক জমির উপরে একেবারে মেন রোডের পাশেই অবস্থিত‌।বাড়িটির ফ্রন্ট রোড আপনারা পেয়ে যাচ্ছেন ১৬ ফুট। ১৩৫০ স্কয়ার ফিটের এই বাড়িটিতে গ্রাউন্ড ফ্লোরে আপনার একটি দোকান পারপাস রুম, একটি বেডরুম, একটি ডাইনিং কাম লিভিং এরিয়া, একটি বাথরুম এবং কিচেন পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে যথাক্রমে একটি করে রুম রয়েছে।

ফার্স্ট ফ্লোর এর উপরেই আপনারা খোলা ছাদ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কিচেন অথবা বাথরুম বা নিজেদের পছন্দ মত কোন রুম তৈরি করে নিতে পারবেন। বাড়িটিতে গাড়ি পার্ক করার জন্যও আপনাদের কোন সমস্যা হবে না। যেহেতু যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে তাই পার্কিং অথবা গার্ডেনিং এরিয়া আপনারা খুব সহজেই তৈরি করিয়ে নিতে পারবেন।

জানা গিয়েছে,দক্ষিণমুখী এই বাড়িটি প্রায় ২২ বছরের পুরনো সম্পত্তি। দুর্দান্ত লোকেশনে অবস্থিত এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ লক্ষ টাকা। বাড়িটির ভেতরের এবং বাইরের অংশ ও ভালোভাবেই রং করানো রয়েছে। তবে ভেতরের ফ্লোরিং কিন্তু সাধারণ। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী এটাকে কাস্টমাইজ করিয়ে মার্বেল অথবা টাইলস বসিয়ে নিতে পারেন। চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এই বাড়িটি।

পাশাপাশি এখান থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন স্কুল, কলেজ, ব্যাংক, বাজার এবং অন্যান্য সুবিধা। এই বাড়িটি থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বের মধ্যে রয়েছে দিল্লি রোড। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার, অন্যদিকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব ৪২ কিলোমিটার। যদি আপনারা এই বাড়িটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নিতে পারেন। এই ধরনের আরো বাড়ি বা জমির খোঁজ পেতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Contact : 8240174758/8100094662.

Back to top button