প্রোডাক্টের এতো চাহিদা যে দিয়ে শেষ হবে না! নামমাত্র পুঁজি দিয়ে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, মাসে নিশ্চিত আয় ২ লাখ









নিজস্ব প্রতিবেদন: কর্মসংস্থানের জন্য মানুষের কাছে বর্তমানে দুটোই রাস্তা রয়েছে যার মধ্যে একটি হলো চাকরি আর অপরটি হল ব্যবসা। বর্তমান সময়ে যেহেতু চাকরির বাজার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তাই সাধারণ মানুষের কাছে একটি ভাল ব্যবসা শুরু করা ছাড়া আর কোন উপায় নেই।
তবে প্রতিদ্বন্দ্বিতার বাজারে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না এটাই বহু মানুষের কাছে একটা সবথেকে বড় চাপের ব্যাপার। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই আমরা সকলের সাথে একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেখানে মাত্র ২৫ টাকায় জিনিস তৈরি করে ৬০ টাকা দামে আপনারা বিক্রি করতে পারবেন।।




ডিটারজেন্ট পাউডারের ব্যবসা কিভাবে শুরু করবেন?
ব্যবসা সবসময় এমন হওয়া উচিত যেখানে মূলধন লাগবে কম এবং প্রফিট হবে বেশি। আমাদের চারপাশে এরকম প্রচুর ব্যবসা রয়েছে যেগুলো আপনারা শুরু করতে পারেন তবে আজ আমরা বলব ডিটারজেন্ট পাউডার অর্থাৎ সার্ফের ব্যবসার কথা। দৈনন্দিন জীবনে এই ডিটারজেন্ট পাউডারের চাহিদা ঠিক কতখানি তা হয়তো আপনাদের বলার প্রয়োজন নেই।। দেশের প্রতিটি বাড়িতে কিন্তু এই জিনিসটি ব্যবহার করা হয়ে থাকে।
সুতরাং সঠিকভাবে এই ব্যবসা শুরু করতে পারলে আপনার কখনো চাহিদার অভাব হবে না।ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করার জন্য আপনাদের তিনটি মেশিন প্রয়োজন হবে। প্রথমটি হল মিক্সার মেশিন, ডিটারজেন্ট পাউডার মিক্স করার পরে অনেক সময় দলা দলা হয়ে থাকে ওটা নরম করার জন্য স্ক্রীনিং মেশিন, আর সব থেকে শেষে যে মেশিনটি প্রয়োজন হবে তা হল প্যাকিং মেশিন।




অর্থাৎ ডিটারজেন্ট পাউডার বানিয়ে আপনি সেটাকে খোলামেলা যেহেতু বিক্রি করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ভালোভাবে প্যাকেজিং করতে হবে। ব্যস এই তিনটে মেশিন থাকলেই কিন্তু খুব সহজে আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করার জন্য কারখানা খুলে ফেলতে পারবেন। এবার মূলধন এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া যাক।
ব্যবসাটি করার জন্য মোটামুটি আপনাদের ১ লক্ষ ৫ হাজার টাকা প্রয়োজন হবে। যদি কোন কারনে আপনার কাছে এই রাশি না থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে কোটেশন নিয়ে সেটা ব্যাংকে দেখিয়ে আপনারা লোন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন।




ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যদি আপনি মেশিন কেনেন সেক্ষেত্রে সুলভ মূল্য এগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে এই মেশিন চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য টেকনিশিয়ান চলে আসবে। এই মেশিনের সাহায্যে যে ডিটারজেন্ট পাউডার অর্থাৎ প্রোডাক্ট গুলি তৈরি হবে সেগুলো তৈরি করতে আপনাদের মোটামুটি খরচ পড়বে মোটামুটি ২০ থেকে ২৫ টাকা। কিন্তু এই জিনিসগুলো আপনারা প্রায় ৬০ টাকার কাছাকাছি দামে স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন।
ব্যবসা করার জন্য মেশিন কেনার সুযোগ্য ঠিকানা:
যদি আপনারা প্রতিবেদনটি পড়ার পর এই ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন তবে আর দেরি করবেন না।মেশিন কেনার জন্য সুযোগ্য ঠিকানা নিচে উল্লেখ করা হলো।
Creative industries.
Hyderpara market, siliguri.
Contact number : 9709000609/9002771995.











