অপেক্ষার অবসান! দ্বিতীয়বারের মতো অস্কার এলো ভারতের হাতে, শ্রেষ্ঠ মৌলিক গানের শিরোপা জিতল নাটু নাটু

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু বছর ধরেই আমাদের দেশে সবথেকে জনপ্রিয় গান হিসেবে সকলের মনে জায়গা দখল করেছিল নাটু নাটু। যেকোনো পেশার যেকোনো ধরনের মানুষ কিন্তু এই গানের তালে নিজেকে মিশিয়ে ফেলেছিলেন। এবার এই গানের দৌলতেই ভারতের কপালে এলো দ্বিতীয়বার অস্কার জয়ের সুযোগ।অস্কার জিতল ভারতীয় ছবি ‘আর আর আর’ (RRR)এর নাটু নাটু গান।

অস্কারের আগেও বিশ্বজোড়া সম্মান ইতিমধ্যে ই জুটে ছিল এই গানের কপালে।গোল্ডেন গ্লোব এবং ক্রিটিক্স চয়েসের দৌড়েও এগিয়েছিল এই গান। রিহানা, লেডি গাগার মত ডাবর তাবোর প্রতিপক্ষকে টোপকেচূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।বহু মানুষের বিস্ময় আর আকস্মিকতাকে ছাড়িয়ে গিয়েছে এই সুখবর। তেলেগু ছবির ইতিহাসে এটাকে এক কথায় নজর বলা যেতে পারে। ইতিমধ্যেই এই খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন সমগ্র ভারতবাসী।

পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ২০২২ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তেলেগু ভাষা ছাড়াও বিশ্বজুড়ে বহু ক্ষেত্রেই কিন্তু মুক্তি পেয়েছিল ছবিটি।নাটু নাটু গানের পাশাপাশি বক্স অফিসে চূড়ান্ত সফল ‘আর আর আর’।রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও। কথাটা যে একেবারে মিথ্যে নয় অস্কার পুরস্কারের মাধ্যমে সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল।

Back to top button