বাড়িতে থাকা বেলি ফুলের গাছে এইভাবে পরিচর্যা করুন, কয়েকদিনেই গাছ ভর্তি ধরবে ফুল

নিজস্ব প্রতিবেদন: বাড়িতে গাছ লাগাতে পছন্দ করে থাকেন এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশে অনেক রয়েছেন। তবে গাছ শুধু লাগালেই তো হলো না তার সঠিক পরিচর্যাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। কারণ পরিচর্যা ছাড়া আপনারা কিন্তু কোনভাবেই গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন না।

সময় মতন খাবার আর জল যেমন মানুষের দরকার ঠিক তেমন ভাবেই কিন্তু এটা প্রয়োজন গাছেদের ক্ষেত্রেও। এর আগেও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সাথে নানান ধরনের গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। আজ বলবো বেলি ফুলের কথা। কিভাবে পরিচর্যা করলে অল্প সময়ের মধ্যেই বেলি ফুলের গাছ একেবারে ফুলে ফুলে ভরে যাবে সেটাই জানাবো আজকে।।

শুরুতেই জানিয়ে রাখি আপনাদের কিন্তু বেলি ফুলের গাছের সময় মত সফট প্রুনিং করতে হবে। গাছের যে সমস্ত ডালপালা অতিরিক্ত বেশি বড় হয়ে গেছে সেগুলো ভালোভাবে ছেঁটে গাছকে সুন্দর করে তুলতে হবে। এই গাছের মধ্যে আপনাদের সপ্তাহে একদিন করে হলেও কীটনাশক স্প্রে করতে হবে। যাদের কাছে ফাঙ্গাসাইট আছে তারা কিন্তু সেটারও ব্যবহার করতে পারেন।। তবে অবশ্যই হলুদ স্প্রে কিন্তু একটু কম করবেন আপনারা।

আরো একটা কাজ আপনাদের করতে হবে সেটা হল টবের ড্রেনেজ হোল বা ছিদ্র থেকে কোনোভাবে শিকড় বেরিয়ে গিয়েছে কিনা সেদিকে নজর রাখতে হবে।যদি না বেরিয়ে থাকে তাহলে গাছটির চারদিকে কিনারা বরাবর গাছ ভালো করে খুড়ে নিতে হবে। এরপর বিকেলের দিকে আপনাকে একটি বিশেষ সার প্রয়োগ করতে হবে।।

এজন্য এক বাটি আপনাদের গার্ডেন সয়েল আর একবাটি যে কোন কম্পোস্ট সার নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে চা চামচের এক চামচ পটাশ, একমুঠো সুপার ফসফেট এবং এক মুঠো সরিষার খোল ভালোভাবে মিশিয়ে ফেলুন। ব্যাস ভালোভাবে মিশিয়ে এই সার আপনারা খুব সহজেই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন।

অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য সমস্ত সমস্যা বেলি ফুলের গাছ থেকে দূর হয়ে যাবে এবং গাছ ভরে উঠবে নতুন ফুলে।কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিস্তারিত জানতে হলে আমাদের অন্যান্য লেখাগুলোর উপর নজর রাখতে থাকুন।।

Back to top button