একেবারে আধুনিক ডিজাইনের মধ্যে ১১ টি দুর্দান্ত পলা নেকলেসের ডিজাইন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে সোনার গহনার দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষ বিকল্প ধাতুর সাহায্য নেবেন এটাই তো স্বাভাবিক। তবে বিয়ের দিন এবং অন্যান্য বিশেষ কিছু দিন সোনা ছাড়া ভাবাই যায় না ‌। এবার ঠিক কি ধরনের গহনা কম খরচের মধ্যে তৈরি করা যাবে সেটাই হয়ে উঠেছে মধ্যবিত্ত মানুষের চিন্তার প্রধান বিষয়।

কারণ যদি একটু হালকা গহনা তৈরি করা হয় তাহলে বাজেটটাও সাধ্যের মধ্যেই তো থাকবে। আজকে বিয়ের সিজন স্পেশাল আমরা নিয়ে চলে এসেছি হাল ফ্যাশনের কিছু লেটেস্ট পলা নেকলেসের ডিজাইন। প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে নিখুঁত কারুকার্যের উপর তুলে ধরা হয়েছে।। দেখে নিন আপনাদের পছন্দের ডিজাইন।

১) প্রতিবেদনের শুরুতেই আপনাদের যে পলা নেকলেস টি দেখাবো সেটাতে সম্পূর্ণ ফুল আর পাতার মোটিভে ডিজাইন করা রয়েছে। সম্পূর্ণ গোল্ডের উপর এই ডিজাইন টা তৈরি হয়েছে।৯,৬৮৪ টাকা এই কালেকশন টার দাম চলে আসবে।

২) যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ ছোট ছোট ত্রিভুজ আর ফ্লাওয়ার মোটিভে তৈরি করা হয়েছে। এর নিচের অংশে ড্রপের কাজও রয়েছে।১০,০৪২ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।

৩) কফি কালার বা মেরুন রংয়ের উপর এই পলা বাঁধানো নেকলেস এর ডিজাইন তৈরি করা হয়েছে। একই রকম ভাবে ফুল আর ছোট ছোট পাতার পাশাপাশি ড্রপের কাজ রয়েছে। এটাতে মিনাকারি কাজ ও লক্ষ্য করা গিয়েছে সামান্য।৯,৬৮৪ টাকা এই কালেকশনটার আনুমানিক খরচ হবে।

৪) আমাদের প্রতিবেদনের চার নম্বর যে ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা চেরি রেড কালার এর উপর ফ্লাওয়ার আর পাতার মোটিভে তৈরি করা হয়েছে। এছাড়াও খুব সূক্ষ্মভাবে এটাতে মিনাকারি কাজ রয়েছে।১৪,১০৬ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৫)কফি কালারের উপর আরো একটা পলা নেকলেস আপনারা দেখে নিতে পারেন। এটাতেও রয়েছে মিনাকারি কাজ যার দাম পড়বে ১০,৪০০ টাকা।

৬) অনেকেই আছেন যারা সোনার তৈরি একটু ইউনিক ডিজাইন এর নেকলেস করতে পছন্দ করেন। সেক্ষেত্রে ক্রিস্টালের উপর সোনার কাজ করা এই ডিজাইন টা নিতে পারেন। ৯৫৩০ টাকার মধ্যেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।

৭) রেড ক্রিস্টাল এর উপর সোনার কাজ করা এই নেকলেসটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। বড় কোন অনুষ্ঠানের জন্য এই ধরনের ডিজাইন আপনারা ট্রাই করে দেখতে পারেন। ৮৬৩০ টাকা এটার দাম পড়বে।

৮) কলকার পাশাপাশি ফ্লাওয়ার আর মিনাকারি কাজ করা পলা নেকলেস নিতে চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন। ৭,৮৮০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৯) হালকা মেরুন রংয়ের কালার উপরে বরফি আর ফ্লাওয়ার মোটিভেট ড্রপের কম্বিনেশন এর কাজ করা এই পলা নেকলেসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না। চাইলে এটা অন্য কালারের মধ্যেও নিতে পারেন। ১১৩৫০ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।

১০) লাল রঙের ক্রিস্টালের পাশাপাশি সাদা রংয়ের বলের মতন কাজ করা এবং উপরের সোনা দিয়ে বাঁধানো এই নেকলেসটাও আপনাদের ভালো লাগতে পারে। পাতের উপর কাজ করা হয়েছে এখানে যার দাম পড়বে ৯,২৯০ টাকা।

১১) হালকা মেরুন রংয়ের উপর সোনার কাজ করা ডিজাইন নিতে চাইলে অবশ্যই এই ক্রিস্টালের নেকলেসটি ট্রাই করে দেখতে পারেন। এটাই আমাদের প্রতিবেদনের সর্বশেষ ডিজাইন যার দাম পড়বে ৯৫৯০ টাকা।

Back to top button