রান্নাঘরের জেদি তেল চিটচিটে টাইলস ও বেসিন নিমেষেই হবে পরিষ্কার! শুধু ব্যবহার করুন এই দুর্দান্ত কার্যকরী ট্রিকস









নিজস্ব প্রতিবেদন: আজকাল বেশিরভাগ বাড়িতেই কিন্তু রান্নাঘরে টাইলস এবং বেসিন ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে আপনারা যদি এগুলো পরিষ্কার না করেন তাহলে কিন্তু একটা তেল সিটচিটে এবং কালচে ভাব লক্ষ্য করা যায়। অনেকেই বাজার থেকে নানান ধরনের নামিদামি জিনিস কিনে নিয়ে আসেন এই টাইলস পরিষ্কার করার জন্য যা আপাতদৃষ্টিতে খুব একটা কার্যকরী নয়।
আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমরা এমন একটি গোপন পদ্ধতি শেয়ার করে নেব যার সাহায্যে কোনরকম ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাঘরের পুরনো টাইলস আর বেসিন আপনারা সহজেই অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে এই গোপন ট্রিক্স টি জেনে নেওয়া যাক।




কিভাবে রান্নাঘরের পুরনো টাইলস পরিষ্কার করবেন?
রান্নাঘরের পুরনো টাইলস পরিষ্কার করার জন্য আপনাদের নিয়ে নিতে হবে কিছুটা ব্লিচিং পাউডার। প্রথমেই রান্নাঘরের টাইলসের উপর কিছুটা জল ছিটিয়ে নেবেন অথবা ব্লিচিং পাউডারকে সোজাসুজি অল্প জলে ভালোভাবে গুলে টাইলসের উপর দিয়ে নেবেন। তারপর একটা ঝাঁটা বা ঝাড়ু নিয়ে আপনাদের সম্পূর্ণ টাইলসের কোনা সহ সমস্ত জায়গায় এই ব্লিচিং পাউডার মাখিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা কিন্তু গ্লাভস পড়ে কাজটি করবেন যাতে হাতের কোন ক্ষতি না হয়।




ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য প্রয়োজন থাকলে মাস্কসও ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ এভাবে ঘষে মাখিয়ে রাখার পর আবারো ঝাড়ু সাহায্যে এগুলোকে ধীরে ধীরে উঠিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু বাথরুমের পুরনো টাইলস একেবারে নতুনের মতন চকচকে হয়ে যাবে। এবার আসুন বেসিনের সম্পর্কে জেনে নেওয়া যাক।




কিভাবে পরিষ্কার করবেন বেসিন?
যে পদ্ধতিতে আপনারা টাইলস পরিষ্কার করলেন সেই একই পদ্ধতিতে কিন্তু সহজেই বেসিন পরিষ্কার করে নিতে পারেন। কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার নিয়ে এখানেও জলে গুলে নেবেন এবং তারপরে ভালোভাবে বেসিনের চারপাশে মাখিয়ে কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে পরিস্কার করে নিতে হবে।।
আপনারা চাইলে এখানে ব্লিচিং পাউডারের পরিবর্তে শ্যাম্পু ও ব্যবহার করতে পারেন। বেসিন পরিষ্কার করার কাজে কিন্তু অনেকেই শ্যাম্পু ব্যবহার করে থাকেন যা ভীষণ কার্যকরী। তাহলে পাঠক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গোপন দুটি টিপস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরব টুকিটাকি টিপস সম্পর্কে জানতে আমাদের পোর্টালের পাতায় নজর রাখতে থাকুন।











