একদম অল্প পুঁজিতে শুরু করুন এই গোপন ব্যবসা! মাসে চোখ বন্ধ করে ইনকাম হবে ব্যাপক









নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন? তাহলে আজকে একটি বিশেষ ব্যবসার আইডিয়া আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি যার সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন।। আজ আমরা আপনাদের বলব পেপার প্লেটের ব্যবসার কথা।
প্লাস্টিকের বিকল্প হিসেবে বর্তমান সময়ে এই পেপার প্লেট কিন্তু মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু খাবার পরিবেশন এর কাজে এই পেপার প্লেট ব্যবহার করা হয়ে থাকে। গ্ৰামশহর নির্বিশেষে দেশের যে কোন জায়গাতেই আপনারা এই ব্যবসা সহজে শুরু করতে পারবেন। কিন্তু ঠিক কিভাবে এই ব্যবসা শুরু করবেন আসুন সেই বিষয়ে একটু জেনে নিন।




যে সমস্ত কোম্পানি পেপার প্লেট তৈরি করে থাকে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি যোগাযোগ করেও কিন্তু ব্যবসার কাজ শুরু করতে পারেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট মূল্যের মধ্যে এই পণ্যগুলো আপনাদের কিনে নিতে হবে। যদি আপনাদের মনে হয় তাহলে সরাসরি মেশিন কিনেও ব্যবসার কাজ চালু করতে পারেন। দুইক্ষেত্রেই কিন্তু ব্যাপকভাবে লাভবান হবেন আপনি। শুধুমাত্র একটাতে একটু বেশি খরচ হবে আর অপরটাতে সামান্য কম।।




পেপার প্লেটের ব্যবসা শুরু করার জন্য ম্যানুয়াল মেশিন আর অটোমেটিক মেশিন অর্থাৎ দুই ধরনের মেশিন পেয়ে যাবেন আপনারা। সহজেই এগুলোর সাহায্যে পেপার প্লেট তৈরি করে আপনারা বাজারজাত করতে পারবেন। যেকোনো ফ্যাক্টরি বা দোকানের সাথে আপনারা সরাসরি এই ব্যবসা করার জন্য কন্ট্রাক্ট করে নিতে পারেন।।
মাত্র ১৭ হাজার টাকা থেকেই এই ব্যবসাটা কিন্তু আপনারা শুরু করতে পারবেন। আজ আমরা এমন একটি কোম্পানির কথা শেয়ার করে নেব যেখানে মেশিন আর কাঁচামাল খুব সহজেই একসাথে পেয়ে যাবেন আপনারা। তবে যদি ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে অন্য কোন কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিন।
Company information:
RADHAMADHAB ENTERPRISE.
Address : Duttapukur,24parganas.
Contact : 7501586325.











