নামমাত্র পুঁজিতে শুরু করে ফেলুন এই দুর্দান্ত লাভজনক ব্যবসা, ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন; আপনি কি সম্প্রতি একেবারে নামমাত্র ইনভেসমেন্টে একটি ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমরা একটি দারুণ ব্যবসার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেটা খুবই কম খরচে শুরু করা যাবে আর কোন রকমের ঝামেলাও থাকবে না। যারা ভাবছেন আজ আমরা কিসের ব্যবসার কথা বলব তাদের অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। চলুন শুরু করা যাক।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেয়ার করে নিতে চলেছি স্লিপার তৈরীর ব্যবসা সম্পর্কে। নামমাত্র ইনভেস্টমেন্টে একটা মেশিনের সেট আপ কিনে আপনারা কিন্তু সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন। এর আগেও বেশ কয়েকবার আপনাদের সঙ্গে এই স্লিপার তৈরির ব্যবসা সম্পর্কে আমরা আলোচনা করেছি তবে আজ এমন একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের খোঁজ দেব যেখানে খুবই কম খরচে আপনারা এই মেশিন আর সংলগ্ন কাঁচামাল কিনতে পেয়ে যাবেন। স্লিপার তৈরি করার জন্য মেশিন ছাড়াও যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন হয়ে থাকে সেটা হলো কাঁচামাল হিসেবে সিট এবং ফিতে। বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী কিন্তু এগুলো নানান রকম দামে আপনারা পাবেন।




কিভাবে মেশিনের সাহায্যে স্লিপার তৈরি করা হবে সেটা জানতে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। কিন্তু অনেকটাই বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। নিচে মেশিন কেনার জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা এবং অন্যান্য তথ্য দেওয়া রইল।
Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.











