মাত্র ১৫ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, অল্প সময়ের মধ্যেই ইনকাম হবে প্রচুর পরিমাণে









নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল বর্তমান সময়ের মানুষের কাছে এমন একটি প্ল্যাটফর্ম যার সাহায্যে খুব সহজেই একজন সাধারন মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।। অনেকেই হয়তো ভাবছেন কোন রকমের মূলধনের সাহায্য ছাড়া কিভাবে নিজেদের ব্যবসা দাঁড় করানো যেতে পারে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সবকিছু নিয়েই আলোচনা করব যাতে আপনাদের ব্যবসা শুরু করতে কোন সমস্যা না হয়।
চাকরির বাজার দুর্বল হওয়ার কারণে বর্তমানে অনেকেই যে ব্যবসার দিকে ঝুকেছেন তা সকলেরই জানা। অবশ্যই আপনাকে এই সময় কিন্তু সঠিক পণ্য বেছে নিতে হবে যাতে ভবিষ্যতে কোন বাধা না হয়। প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি আজ আমরা বলব পেপার প্লেট তৈরির ব্যবসার কথা যার বাজার চাহিদা এতটাই যে মাসে নিশ্চিন্তে আপনারা ২০ হাজার টাকার কাছাকাছি উপার্জন করতে পারবেন।




কিভাবে শুরু করবেন পেপার প্লেটের ব্যবসা?
পেপার প্লেটের ব্যবসা শুরু করার জন্য বিশাল কোন বড় অঙ্কের মূলধন প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে 15000 টাকার একটি ম্যানুয়াল মেশিন কিনে আপনারা খুব সহজেই ডাইসের সাহায্যে বিভিন্ন সাইজের পেপার প্লেট তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করে ব্যবসা করতে পারবেন। চাইলে নিজেদের দোকান থেকে সরাসরিও বিক্রি করতে পারেন মার্কেটে আবার ছোটখাটো দোকানগুলোকে পণ্য বিক্রি করেও আপনারা উপার্জন করতে পারেন।




অবশ্যই লোকাল মার্কেটের দোকানদারদের সাথে আপনারা একটা যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবেন যাতে খুব সহজেই পণ্য বাজারজাত করা যেতে পারে। দেশের বিভিন্ন অংশে যেহেতু এই পেপার প্লেট এর চাহিদা রয়েছে তাই এটিকে বাজারজাত করতে গেলে আপনাদের খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই। এবার আসুন জেনে নেওয়া যাক অন্যান্য বিষয়।
কেমন মূলধন প্রয়োজন হবে এবং কোথায় পাবেন কাঁচামাল?
মেশিন এবং কাঁচামাল আপনারা পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে। মূলত বিভিন্ন কোয়ালিটির কাগজ আর কাগজের ডিজাইন সবকিছুই আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে পেপার প্লেট তৈরির জন্য সংগ্রহ করে নিতে পারবেন। প্রথমেই জানিয়েছি যে ম্যানুয়াল মেশিনটি রয়েছে তার দাম পড়বে ১৫০০০ টাকা। ডাইস এবং কাঁচামাল নিয়ে এর থেকে সামান্য কিছু বেশি আপনাদের খরচ হতে পারে।




বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন দামে আপনারা ইউনিট থেকে মেশিন কিনতে পারেন ।পুরোটাই আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। মোটামুটি ১৫ হাজার টাকার ম্যানুয়াল মেশিন থেকে আপনারা ঘন্টায় হাজার পিসের প্রোডাকশন পাচ্ছেন যা দিনশেষে আপনাকে একটি ভালো অংকের অর্থ উপার্জন করতে সাহায্য করবে। অবশ্যই ব্যবসা শুরু করার আগে ট্রেড লাইসেন্স তৈরি করিয়ে নেবেন তাহলে কোন সমস্যা হবে না।
কোথা থেকে মেশিন কিনবেন?
মোটামুটি প্রায় সমস্ত কিছুই এই পেপার প্লেটের ব্যবসা নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। সবশেষে জানাবো মেশিন কেনার একটি সুযোগ্য ঠিকানার কথা। আপনারা যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া কোম্পানির সাথে যোগাযোগ করে নিতে পারেন।
Indian machinery and engineering works.
(All types of machinery and Materials manufacturer)
Address : Prajatantrapally,sukchor(Opp Merlin max building)Lal bari.
Sodpur, kolkata – 700115.
Near : penguin dhaba,Raja road.
Contact : 8597204256/9748205909.











