রান্নাঘরে থাকা শিলপাটাতে ধার কমে গেছে! চিন্তা নেই! শুধু ব্যবহার করুন চোখের সামনে থাকা এই দুর্দান্ত জিনিস, ধার আসবে নতুনের মতো









নিজস্ব প্রতিবেদন: কমবেশি বর্তমান যুগে দাড়িয়েও বহু এমন মানুষ রয়েছেন যারা শিলনোড়ায় মসলা তৈরি করে খেতে খুব ভালবাসেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা সমস্যা তাহলো এখন আর আগেকার মতন শিল পাটা ধার করার লোক পাওয়া যায় না। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই শিলনোড়া ধার করে নেওয়ার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব।
কাজটা কিন্তু ভীষণই সোজা এবং একেবারেই অল্প সময়ের মধ্যে করা যাবে। তাই নিশ্চিন্তে আপনারা এটা করতে পারেন। আসুন এবার পদ্ধতিটি জেনে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি শীল পাটা ধার করার জন্য আপনাদের প্রয়োজন হবে কয়েকটি ওষুধের খালি খাপ অথবা প্যাকেট এবং লবণ।




এবার শীল পাটার মধ্যে আপনাদের এই ওষুধের খালি প্যাকেট গুলোকে টুকরো টুকরো করে কেটে প্রথমেই ছড়িয়ে দিতে হবে। একেবারে ধীরেসুস্থে কাজটি করবেন। এরপর সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে ধীরে ধীরে যেরকম ভাবে আপনারা মসলা বাটার কাজ করে থাকেন তেমনভাবেই আপনাদের বেটে নিতে হবে। ওষুধের প্যাকেট এবং লবণের মধ্যে থাকা ধারালো ভাবের কারণে খুব সহজেই কিন্তু শিলনোড়ার মধ্যে পুরনো ধার ফিরে আসবে এবং পিচ্ছিলভাব কেটে যাবে।। কোন রকম ভাবেই কিন্তু আর সমস্যা হবে না।
আসলে লবণ আর ওষুধের প্যাকেটের মধ্যে একটা ধারালো ভাব যেটা খুব সহজেই শিলনোড়ার পুরনো ধার ফিরিয়ে নিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। আজকের বিশেষ প্রতিবেদনটি কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো টিপস পেতে চাইলে আমাদের প্রতিবেদন গুলোর উপর নজর রাখতে পারেন। আশা করছি আমাদের প্রতিবেদন গুলো আপনাদের অনেকটাই সহায়তা করবে।











