শচীনের স্ত্রী শচীনের থেকে বড় ৬ বছরের। জেনে নিন তাদের প্রেমকাহিনীর গো-পন তথ্য!









নিজস্ব প্রতিবেদন :- ভালোবাসা জাত ধর্ম বয়স কিছুই মানে না একথা প্রত্যেকেই জানে । অনেকে হয়তো নিজেদের জীবনে প্রয়োগ করেছে এই বিষয়গুলিকে ঠিক তেমনি বাস্তব চিত্র দেখা যায় শচীন টেন্ডুলকার এর জীবন কাহিনী । জীবন কাহিনী বললে কিছুটা ভুল হবে । বলা যেতে পারে প্রেম কাহিনী তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো শচীন টেন্ডুলকারের প্রেম কাহিনী সম্পর্কে কিছু অজানা তথ্য । যা শুনলে আপনি অবাক হবেন এবং ভাববেন সত্যি ভালোবাসা কতখানি শক্তি হতে পারে ।




আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শচীন টেন্ডুলকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ।কিন্তু জানেন না যে শচীন টেন্ডুলকার কেন তার বয়সের থেকে ৬ বছরের বেশি মেয়েকে বিয়ে করেছিলেন । জানেন কি? যদি না জানেন তাহলে চোখ রাখুন এই প্রতিবেদনে ।শচীন টেন্ডুলকার অটোবায়োগ্রাফি তার স্ত্রী অঞ্জলির কথা উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। সেখানে তিনি জানিয়েছেন যে কিভাবে তাদের পরিচয় কিভাবে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় এবং কিভাবে তারা একসাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করে ।




শচীন টেন্ডুলকারের সাথে অঞ্জলি দেখা হয় এয়ারপোর্টে এবং প্রথম দেখাতেই শচীন টেন্ডুলকারকে ভালো লেগে যায় অঞ্জলীর । যার ফলে তিনি তার মাকে অব্দি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন ।এমনকি তার সাথে দেখা করার জন্য মাঝেমধ্যে রিপোর্টারের বেশ ধারণ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন অঞ্জলি । যদিও সেই ঘটনাগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারতেন শচিন টেন্ডুলকার ।জনপ্রিয়তার কারণে অঞ্জলি সাথে মাঝে মধ্যে তিনি কৃত্রিম দাড়ি মোচ লাগিয়ে দেখা করতেন । এমনকি একবার সিনেমা হলে তাদেরকে চিনে ফেলেছিল দর্শকেরা। যার ফলে পুরোপুরি সিনেমা না দেখেই ফিরে আসতে হয়েছিল বাড়ি ।




নিউজিল্যান্ডের শচীন টেন্ডুলকারের সাথে দেখা করতে গিয়েছিলেন অঞ্জলি এবং তারপর থেকে তারা একসাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করে । শচীন টেন্ডুলকার তাঁর স্ত্রী অঞ্জলির থেকে ৬ বছরের ছোট তবুও তিনি তার স্ত্রীকে অত্যন্ত বেশি ভালবাসেন এবং তার থেকেও বেশি সম্মান করেন ।




তার যাবতীয় ত্যাগ তিনি স্বীকার করেন এবং মন থেকে বিশ্বাস করেন এমনকি ক্যাপ্টেন হবার পর দলের যাবতীয় সমস্যা কথা এবং উপদেশ তিনি তার স্ত্রীর কাছ থেকে নিয়েছেন অনেক সময় একথা অঞ্জলি একটি সাক্ষাৎকারে বলেছিল। অর্থাৎ থেকে আপনারা অনুমান করতে পারেন যে ভালোবাসা বয়সের দ্বারা নয় বরং মনের ভাব এর দ্বারা হয় ।।



















