শুভশ্রীর ছেলে কতটা পাকা হয়েছে দেখুন একবার, ভিডিও ভাইরাল করল বাবা রাজই!









নিজস্ব প্রতিবেদন :- বর্ধমানের শহর থেকে উঠে এসে কংক্রিটের শহরে পাড়ি দিয়েছিল শুভশ্রী গাঙ্গুলীর । অর্থাৎ কলকাতাতে নিজের স্বপ্ন পূরণে তাগিদে পা রেখেছিলেন তিনি এত ভিড় এত যানজট এবং কোলাহলের মাঝেও তিনি লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন এবং তাই হয়তো আজকাল আজকের যুগে গ্রামের শুভশ্রী গাঙ্গুলী থেকে শহরে সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী কে পেয়েছে বাংলার মানুষ ।




গত তিন বছর আগে শুভশ্রী গাঙ্গুলী বিয়ে করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী কে । গত বছর তার ঘরে আসে ছোট্ট একটি পুত্র সন্তান এবং পুত্র সন্তানকে ঘিরে কৌতুহল অনুরাগীদের মধ্যে চরম পর্যায়ে । অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে যখন তার পুত্র সন্তানের কোনো একটি খু-নসুটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে এবং সেগুলো দেখে তারা আনন্দিত হবে । এতটা পরিমাণে ভালোবাসা পেয়েছে মানুষের কাছ থেকে তার ছোট্ট ছেলে।




সম্প্রতি তার ছেলের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সৃষ্টি করেছে জনপ্রিয়তা । ফের আরও একবার শুভশ্রী একটি ভিডিও ভাইরাল করল তার ছোট্ট ছেলের । সেখানে দেখা যাচ্ছে তার ছোট্ট ছেলে খাটের মধ্যে বসে খেলনা নিয়ে খেলছে। হলুদ রঙের একটি স্লিভলেস জামা পড়ে রয়েছে । আদর করে শুভশ্রী তার মাথায় দুইটি জুটি বেঁধে দিয়েছে । এবং সেই অবস্থাতেই সে মনের আনন্দে খেলছে ।




সেই মুহূর্তকে শুভশ্রী গাঙ্গুলী ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে । যার ফলে অন্যান্য বারের মত এবারও সোশ্যাল মিডিয়াতে আসতে না আসতেই ঝ-ড়ের গ-তিতে ভাইরাল হয়েছে সে ভিডিওটি । দেখে ফেলেছে অনেকে । এসেছে প্রচুর মন্তব্য ।











