কেন্দ্রের দুর্দান্ত প্রকল্প! মাত্র ২ টাকা বিনিয়োগ করলে ৩৬ হাজার টাকার পেনশন!









নিজস্ব প্রতিবেদন :- আমাদের দেশে অনেক অসংগঠিত সংস্থা রয়েছে । যেমন ধরুন রিক্সা কুলি ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি এদের জীবনের শেষ মুহূর্ত যাতে সুন্দরভাবে কাটায় সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় সরকার । তাদের শেষ জীবনে সুবিধার কথা ভেবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এই বিশেষ ধরনের প্রকল্পের সূচনা করেছে এই প্রকল্পটির নাম শ্রমযোগী মানধন প্রকল্প । আমরা প্রত্যেকেই জীবন বীমা করিয়ে রাখি ।




এই কারণে জন্য যাতে শেষ বয়সে এসে কোনো রকম কোনো অসুবিধা না হয় । তার পাশাপাশি ভবিষ্যতে যাতে সংরক্ষিত এবং সুরক্ষিত থাকে । সে ব্যাপারে কিন্তু আমরা জীবন বীমার দ্বারস্থ হয় । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের মাসিক উপার্জন স্বল্প পরিমাণে তারা কিন্তু এই জীবন বীমা সুযোগ সুবিধা উপভোগ করতে পারে না । যার ফলে তাদের ভবিষ্যৎ থেকে যায় অসংরক্ষিত এবং সুরক্ষা হীন ভাবে । তাই তাদের কথা ভেবে এবার কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প বাজারে আনা হলো ।




এই প্রকল্পের আওতায় যদি কোন ব্যক্তি প্রতিমাসে ৫৫ টাকা করে বিনিয়োগ করে তাহলে ৬০ বছর পর প্রতি মাসে ৩০০০ টাকা করে নিশ্চিত পেনশন পাবেন । কেউ কেউ আবার ৪০ বছরেও বিনিয়োগ করতে পারেন । তবে সে ক্ষেত্রে ৫৫ টাকার পরিবর্তে প্রতি মাসে তাকে ২০০ টাকা করে বিনিয়োগ করতে হবে এবং আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।।তার পাশাপাশি থাকতে হবে ব্যাংকের একাউন্টে আধার কার্ড । বিশদ জানতে নাম্বারে আপনাকে ফোন করে নিতে পারেন তাদের টোল ফ্রি নাম্বার হলো 18002676888 ।











