“ফটোশপ করে নিজেকে রোগা করেছেন কেন?” লাল পোশাকে ‘সুপার হট’ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রো’লড হলেন অভিনেত্রী শুভশ্রী!









নিজস্ব প্রতিবেদন :-টলিউড ইন্ড্রাস্টির প্রথম সারির একজন অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী ।এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতায় সকল মানুষের মন কেড়ে নিয়েছেন। তার অনুগামী সংখ্যা প্রচুর ।বর্তমানে তিনি ডান্স বাংলা ডান্স নামক বিখ্যাত রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে রয়েছেন । মাঝে মধ্যেই তাকে নিত্যনতুন রূপে দেখতে পাওয়া যায় সেই শোতে।




গত বছর সেপ্টেম্বর মাসে তিনি জন্ম দিয়েছেন তার পুত্র সন্তানের। উল্লেখ্য যে তার স্বামী হলেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সন্তান জন্ম দেওয়ার পর স্বাভাবিকভাবেই শুভশ্রী গাঙ্গুলী একটু মোটা হয়ে গিয়েছিলেন । সেই জন্য অনেক রকমের কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল তাকে । সেই সব কটূক্তির জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন যে তার কাছে মা হওয়া অত্যন্ত গর্বের ব্যাপার এবং সেই জন্য তার শরীরের যে পরিবর্তন হয়েছে সেটিও ভীষন ই গর্বের।




তবে বর্তমানে এই অভিনেত্রী আবারো নিজের শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন ।তিনি যে জিম করছেন সেই ছবি তিনি আগেই সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলেন। বর্তমানে তিনি অনেকটা স্লিম হয়ে গিয়েছেন এবং বিভিন্ন ফটোশুট করছেন। এই অভিনেত্রী সম্প্রতি তার একটি ফটো শুটের ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন। সেখানে তাকে দেখা গেছে লাল রঙের একটি সুন্দর ড্রেসে।




বরাবরের মতো এই অভিনেত্রীকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। তাকে আবার আগের মতো স্লিম লাগছে । তার শরীরে একটুও বাড়তি মেদ আর দেখা যাচ্ছে না । তবে সেখানে একজন কমেন্ট করেছেন যে শুভশ্রী নাকি এডিট করে নিজেকে রোগা প্রমাণ করার চেষ্টা করছেন ফটোতে ।যদিও এই সব সমালোচনাকে পাত্তা দেননি অভিনেত্রী ।
— Bengal News Media (@media_bengal) August 2, 2021











