আর যাওয়ার দরকার নেই RTO অফিস! খুব সহজেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- আমরা সকলেই জানি ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আরটিও অফিসের সামনে গিয়ে লাইন দিতে হয়। সারাদিন লাইন দিয়ে থাকার ফলে কিছুটা ভোগান্তি হয় সকলেরই। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে ড্রাইভিং লাইসেন্স নেয়ার জন্য ড্রাইভারদের আর আরটিও অফিসের সামনে লাইন দিতে হবে না।




বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারবে সহজ কিছু অনলাইন আবেদনের মাধ্যমে। যেকোনো বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে পাশ করলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভারের প্রশিক্ষণ শেষ হলে সেই তথ্য আরটিও ওয়েবসাইটে পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আরও কিছু আবেদন পত্র সাবমিট করতে হবে।




আগামী জুলাই মাস থেকে এই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে ড্রাইভারেরা। আর বলার অপেক্ষা রাখে না এটি নিঃসন্দেহে এক সুসংবাদ। কারণ এরপর থেকে ড্রাইভারদের আর সারাদিন লাইসেন্সের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। তবে ড্রাইভিং সেন্টার গুলিকে কেন্দ্র থেকে লাইসেন্স নিতে হবে। যে সেন্টারগুলি কেন্দ্রের শর্ত মানবে কেবল তাদেরই ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার অনুমতি দেবে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে জুলাই মাসের মধ্যেই এই পদ্ধতিতে আবেদন করা শুরু হবে, যা সমস্ত রাজ্যগুলিকে মেনে চলতে হবে ।











