সনু সুদ এর জন্মদিনে জিভ দিয়ে লাইভ পোট্রেট এঁকে উপহার দিলেন তারই এক ভক্ত! তুমুল ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- বর্তমানে সেলিব্রিটিদের খবর পাওয়া কোন ব্যাপারই নয় । সেলিব্রিটিদের খবর পাওয়ার জন্য কৌতুহলী হয়ে থাকেন তাদের অনুগামীরা।তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের খবর পাওয়া এখন কোন ব্যাপারই ন।য় আর যদি পছন্দের সেলিব্রেটির জন্মদিন হয় তবে তো কথাই নেই। জন্মদিনে সেলিব্রেটিদের ভক্তরা একটু বেশি কৌতুহলী হয়ে থাকেন।




তার প্রমাণ মিলল বলিউডের একজন অন্যতম অভিনেতা সনু সুদ এর জন্মদিনে। করোনাকালীন পরিস্থিতিতে যে সমস্ত অভিনেতা সাধারণ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এই সনু সুদ। সনু সুদ হলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। খলনায়কের ভূমিকায় অভিনয় করেন এই অভিনেতা ।তবে রিল লাইফ এ খলনায়ক হলেও রিয়েল লাইফের হিরো হলেন এই অভিনেতা।




করোনাকালীন পরিস্থিতিতে প্রচুর মানুষকে সাহায্য করতে দেখা গেছে তাকে। প্রচুর পরিযায়ী শ্রমিক কে সাহায্য করেছিলেন তিনি। এছাড়াও অনেক দুস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ভার তুলে নিয়েছেন নিজের হাতে তিনি ।বর্তমানে অক্সিজেন প্লান্ট তৈরি করছেন এই অভিনেতা। গত 30 শে জুলাই সনু সুদ এর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তার অনুগামীরা স্বভাবতই খুবই কৌতূহলী হয়ে থাকেন।




এ ক্ষেত্রেও তা-ই হলো সনু সুদের অনুগামী সংখ্যা প্রচুর । তার জন্মদিনের দিন তার মুম্বাইয়ের বাড়িতে হাজির হয়েছিল তার একদল ভক্ত। সেখানে অনেকেই তার জন্য বিভিন্ন উপহার এনেছিলেন ।এর মধ্যে একজনকে দেখা গেল জিভ দিয়ে সনু সুদ এর পোর্ট্রেট একে দিতে। ছবি আঁকার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা সনু সুদ। সেই ছবি আঁকার ভিডিও করেছিলেন কোন একজন। সেই ভিডিও খুব ই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
— Bengal News Media (@media_bengal) August 2, 2021











