এই জনপ্রিয় ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় বিজ্ঞপ্তি জারি করলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ, সমস্যায় পড়তে পারেন কয়েক লক্ষ গ্রাহক!









নিজস্ব প্রতিবেদন :- গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন নিয়ম নীতির পরিবর্তন হতেই থাকে। এই পরিবর্তন বেশিরভাগ ঘটে ব্যাংকের ক্ষেত্রে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমনই এক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই বিশেষ
প্রতিবেদন। সম্প্রতি দেশের একটি ব্যাংকের চেকবুক সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটতে চলেছে।




বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে আর পুরানো চেক বই ব্যবহার করা যাবে না। বিশেষত eOBC এবং eUNI চেক বই খুব শীঘ্রই বাতিল করতে চলেছে এই ব্যাঙ্ক। সমস্যা এড়াতে গ্রাহকদের দ্রুত নতুন চেক বই নিতে হবে ব্যাঙ্কে থেকে। এই নিয়ম জারি করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে।




উল্লেখিত পরিবর্তন ছাড়াও যদি পোস্ট ডেটেড চেক দেওয়া থাকে তাহলে অবিলম্বে সেই চেক ফিরিয়ে নিতে হবে। অর্থাৎ কাউকে যদি পুরনো চেক দিয়ে থাকেন, তাহলে তা নিয়ে নতুন চেক দিতে হবে। পুরনো চেক যেহেতু বাতিল করা হয়েছে তাই সেই চেক গুলি কোনও কাজে আসবে না। যত দ্রুত সম্ভব নিয়ম অনুযায়ী পরিবর্তন করে নিন না হলে হয়তো আপনাদের লেনদেনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে।











