পোস্ট অফিসের এই স্কিমে টাকা হবে ডবল, ৬ লক্ষ টাকা হয়ে যাবে ১২ লক্ষ টাকা!









নিজস্ব প্রতিবেদন :- দেশের সাধারণ নাগরিকদের কথা চিন্তা করে পুনরায় আরো একবার ধামাকাদার প্রকল্প নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস । শেষ সময়ে এসে যাতে কোনরকম কোন টাকা পয়সার অভাব না ভাবতে হয় তাই আমরা বিভিন্ন সময়ে টাকা সঞ্চয় করা রকেহে দি । কিন্তু বাড়ির মধ্যে যদি টাকা সঞ্চয় করে রাখে তাহলে সেগুলি মূলধন একই পরিমানে থেকে যাবে । অর্থাৎ কোন অংশে বৃদ্ধি ঘটবে না ।




তাই মানুষ বুদ্ধি করে বিভিন্ন স্কিম বা প্রকল্পের নাম করে ব্যাংকের মধ্যে এমন কি পোস্ট অফিসের মধ্যে টাকা জমা দিয়ে রাখেন । ঠিক তেমনই একটি নতুন স্কিম প্রকল্পের কথা উঠে আসছে যার নাম কিষান বিকাশ পত্র এবং এই প্রকল্পের আওতায় আপনি অধিক সুবিধা পেতে পারেন । মূলত প্রথম যখন এটি লঞ্চ করা হয়েছিল তখন সেটি কৃষকদের উদ্দেশ্যে করা হয়েছিল ।। যাতে তারা লম্বা সময় ধরে ইনভেস্ট করতে পারে ।




তবে শর্ত সাপেক্ষে বলা হয়েছে ন্যূনতম ১০০০ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং কত টাকা সর্বোচ্চ ইনভেস্ট করতে পারবেন তা কোন লিমিট এরা দেয়নি এবং সরকারের পক্ষ থেকে আপনি ১০০০ টাকা ২০০০ টাকা ৩০০০ টাকা ৪০০০ টাকা ১০০০০ টাকা এমনকি ৫০০০০ টাকার এক টি সার্টিফিকেট পেতে পারেন যেখানে সরকারের গ্যারান্টার হিসেবে কাজ করবে । কিষাণ বিকাশ পত্র দেশের সমস্ত ডাকঘর ও ব্যাঙ্কে পাওয়া যায় ৷




এর ম্যাচাউরিটি পিরিয়ড এখন ১২৪ মাস ৷ য২০২১ সালে প্রথম ত্রৈমাসিকে KVP-তে ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়েছে ৷ এখানে ১২৪ মাসে আপনার ইনভেস্টমেন্ট ডবল হয়ে যাবে ৷ এখানে এককালীন ৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা ৷ কেভিপি-তে একজন ব্যক্তি বা অধিকতম তিনজন ব্যক্তির নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ পোস্ট অফিসে দিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আপনি সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ।











