রেললাইনের ওপর দিয়ে চলছিল বিশাল কোবরা সা’প! ট্রেন আসতেই ঘটলো বি’পত্তি! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়ার পর্দাতে আমরা মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সাক্ষী থাকতে পারি যেগুলো হয়তো অত্যন্ত মূল্যবান। সেই সমস্ত ঘটনার সাক্ষী থাকতে পেরে আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। তার পাশাপাশি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা চিত্র কেউ চোখের সামনে দেখতে পারি যার ফলে আমরা সাবধান হয়ে যায়। ট্রেনে দুর্ঘটনা নতুন কিছু নয় ।




বহু আগে থেকেই একাধিকবার ট্রে-নের সা-থে দুর্ঘ-টনার চিত্র ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়াতে । তবে সম্প্রতি ফুটে উঠল আর একবার । তবে কোন মনুষ্য প্রজাতির বা অন্য কোন জ-ন্তু জা-নোয়ার নয় বরং এবার ট্রেনের সাথে দু-র্ঘটনা ঘ-টলো একটি জ্যান্ত সাপের । এমনিতেই এসব হচ্ছে এমন এক ধরনের স-রীসৃপ প্রা-ণী যাকে আমরা প্রত্যেকেই কম-বেশি ভ-য় পায় । এবং সা-পের এক ছো-বলে জী-বন শে-ষ হয়ে যেতে পারে । সে ঘটনা আমরা প্রত্যেকে জানি ।




তাই সাপের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে থাকি । তার পাশাপাশি আগেকার যুগে বহু মানুষ রয়েছে যারা সা-পের কা-মড়ে মৃ-ত্যু ব-রণ করেছেন । বিশেষ গ্রামগঞ্জে এই ধরনের চিত্র বেশি মাত্রায় দেখা যেত কারন তখন ছিল না কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কু-সং-স্কার মানুষের বি-পদ কে আরো বড় করে তুলতো কিন্তু বর্তমানে মানুষ এখন অনেক সচেতন তার পাশাপাশি বেড়েছে চিকিৎসার সাথে যোগাযোগ ব্যবস্থায় মৃ-ত্যু সংখ্যা অনেক কমে এসেছে ।




সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউটিউবে বলাবাহুল্য ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রেললাইনে একটি বড় সা-প পা-রাপার করার চেষ্টা করছিলো । আবারো বলছি পারাপার করার চেষ্টা করছিলো কিন্তু সা-পটি অত্যন্ত বুদ্ধিমান ছিল । সে কখনোই রেললাইন পারাপার করার চেষ্টা করেনি বরং রেললাইনের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল ধীরগতিতে । কারণ সে জানতো যদি সে লাইন পারাপার করতে যেত এবং কোন কারণে যদি ট্রেন চলে আসতো তাহলে কিন্তু তার জীবন সেখানে সমাপ্তি ঘটে যেত । ইতিমধ্যেই সে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে । এক ব্যক্তি ভিডিওটি ক্যামেরাবন্দি করার পর শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে।











