রাত আড়াইটেয় উপহার হাতে এই অভিনেত্রীর বাড়িতে হাজির মদন মিত্র, খেলেন কুকুরের তাড়া, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- ঘড়ির কাটায় তখন রাত আড়াইটা । দরজায় টোকা মারছে মদন মিত্র । একদমই ঠিক এটা কোন গল্পের স্ক্রিপ্ট নয় বরং বাস্তবে এমনটাই ঘটেছে অভিনেত্রী তরীতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের দিন । রাত আড়াইটার সময় উপহার হাতে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র । মদন মিত্র কে নিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনাম উত্তপ্ত থাকে । বাংলার ক্রাশ হিসেবে পরিচিতি পেয়েছেন সম্প্রতি তিনি ।এবং একথা যে ভুল তেমনটা বললে কিন্তু ভুল হবে । কারণ সত্যিই লক্ষ্য লক্ষ্য মেয়েদের ‘হার্ট থ্রব’ হচ্ছে এই মদন মিত্র ।




একাধিকবার ফেসবুক লাইভ এর মাধ্যমে তাকে বিভিন্নভাবে বিভিন্ন বি-স্ফোরক ম-ন্তব্য করতে দেখা যায় । তবে এবার আর কোন বি-স্ফোরক মন্তব্য নয় বরং জন্মদিনের দিন তরিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে উপহার দিয়ে গেলেন তিনি সাথে রইল তার ফেসবুক লাইভ । বাংলার অভিনয় জগতে বলাবাহুল্য ধারাবাহিক জগতে এক পরিচিতিমূলক অভিনেত্রী ত্বরিত বর্তমানে তাকে রানী রাসমণি ধারাবাহিকে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল । তার অভিনয় দক্ষতা মদন মিত্রের মন ছুঁয়ে গেছে ।




তাই মদন মিত্রের প্রিয় অভিনেত্রী তরিতা চ্যাটার্জি । এবং প্রিয় অভিনেত্রী জন্মদিনের দিন তিনি উপস্থিত থাকবেন না সেটা কি কখনো হতে পারে । তাই তড়িঘড়ি করে উপহার নিয়ে ২:৩০ নাগাদ তার বাড়িতে এসে উপস্থিত হন তিনি । যদিও রাত্রেবেলা দরজা খোলেন নি তড়িত এবং সৌরভ সেকথা মদন মিত্র নিজেই জানিয়েছিলেন । পরদিন সকালে পুনরায় হাজির হয়েছিলেন তিনি অভিনেত্রীর বাড়িতে । সাথে ছিল তার পুরনো বিখ্যাত সেই ফেসবুক লাইভ এর পদ্ধতি । এদিনের ফেসবুক লাইভে মদন মিত্র জানিয়েছেন তিনি কখনও প্রযোজক হলে অবশ্যই তিনি নায়িকা করবেন ত্বরিতাকে।




পাশাপাশি জন্মদিনের উপহার হিসেবে অভিনেত্রীকে একটি শাড়িও নিজের হাতে গিফট করেছেন মদন মিত্র। এদিন তিনি তার ফেসবুক লাইভ এর মাধ্যমে আরো জানিয়েছেন যে টলিউডের পরিচালক এবং প্রযোজকদের উচিত ত্বরিতাকে আরও বেশি করে অভিনয়ের সুযোগ দেওয়া। কারণ হিসেবে তিনি বলেন যে তিনি মনে করেন, জি বাংলার ধারাবাহিক ‘রাণী রাসমণি’-র জনপ্রিয়তার অনেকখানি কৃতিত্ব ত্বরিতার প্রাপ্য। এই দামী উপহার পেয়ে তিনি জানান যে মদন মিত্রের সাথে তার পরিচয় খুব অল্প দিনের কিন্তু খুব অল্পদিনের মধ্যেই তিনি অত্যন্ত কাছের মানুষ হয়ে গেছে তিনি মদন মিত্রের পাশে সবসময় থাকবেন ।
— Bengal News Media (@media_bengal) August 6, 2021











