লক্ষীর ভান্ডার প্রকল্প : স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও ফর্ম জমা হবে, সঠিক পদ্ধতি জেনে আবেদন করুন, গ্রান্ট হবেই!









নিজস্ব প্রতিবেদন :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে আর কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে দ দুয়ারে সরকার । এই ক্যাম্পের বিশেষ বৈশিষ্ট্য হলো অন্যান্য বারের তুলনায় এবারে সংযুক্ত করা হয়েছে একই নতুন প্রকল্প যার নাম লক্ষী ভান্ডার প্রকল্প । সমাজে পিছিয়ে পড়া নারী সমাজকে সামনের সারিতে তুলে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনব জনহিতকর প্রকল্প করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা অনুসারে জেনারেল কাস্ট মহিলাদের জন্য ৫০০ টাকা করে প্রতিমাসে এবং অন্যান্য কাজ মহিলাদের জন্য হাজার টাকা করে প্রতিমাসে সরকারি অনুদান দেওয়া হবে যাতে তারা নিজেদের হাত খরচা নিজেরা চালাতে পারে । তার জন্য অতি অবশ্যই আপনাকে স্বাস্থ্য কার্ড থাকতে হবে । অর্থাৎ যদি আপনার স্বাস্থ্য অধিকার না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ।




অপরদিকে আপনার একটি সিঙ্গেল ব্যাংক একাউন্ট থাকতে হবে । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আগেরবারের দুয়ারে সরকারকে স্বাস্থ্য সাথী কার্ড এর নাম নথিভুক্ত করার পরও এখনো পর্যন্ত সেকার্ড আপনার হাতে এসে পৌঁছায়নি। সে ক্ষেত্রে তারা কিভাবে আবেদন করবেন তা জানাবো আজকের এই প্রতিবেদনে ।




যারা দের কাছে স্বাস্থ্য অধিকার নেই তাদেরকে একটি চিঠি লিখতে হবে এবং সেই চিঠিতে সরাসরি নবান্ন কে উদ্দেশ্য করে লিখতে হবে। তার পাশাপাশি সেই চিঠির বিষয়বস্তু মধ্যে আপনার আর্থিক সমস্যার কথা এবং কি কারণে স্বাস্থ্য সাথী কার্ড হয়নি সেই কথা উল্লেখ করতে হবে এবং সেই চিঠিটি লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন পত্রের সাথে যুক্ত করে দিয়ে দুয়ারের সরকার ক্যাম্পে জমা করতে হবে তাহলে আপনিও লক্ষী ভান্ডার প্রকল্পের আওতায় চলে আসতে পারেন।











