বৃষ্টিতে ভিজে খড়্গপুরের রাস্তায় ঘুরে ঘুরে দুর্গতদের হাতে সাহায্য তুলে দিলেন অভিনেতা হিরণ! দারুন ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। ফলস্বরূপ বেশ কিছুদিন ধরে লাগাতার নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয়ে চলেছে কলকাতা সহ গোটা রাজ্যে। বর্তমানে কলকাতা শহরের বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। শুধু কলকাতাই নয়, আশেপাশে জায়গার কথা লক্ষ করলে দেখা যাবে সেখানেও একই ঘটনা, জলমগ্ন হয়ে রয়েছে চারিদিক। ঠিক সেই রকমই খড়গপুর অঞ্চলেও একই ঘটনা। লাগাতার বৃষ্টির ফলে বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা।




এমনকি কিছু কিছু জায়গায় এত জল জমে গিয়েছে যে সেখানে মানুষের বাড়িতে জল প্রবেশ করে তাদের জীবনযাত্রা কষ্টের হয়ে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুরে বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা হিরণ। এই বৃষ্টির জলমগ্ন পরিস্থিতিতে দেখা গেছে প্রায় হাটু জলে নেমে জলে আটকাপড়া বাসিন্দাদের তাবু ও অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করছেন অভিনেতা।




বৃষ্টির কারণে রেইনকোট পড়ে হাটু জলে নেমে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। এবং তারই কিছু দৃশ্য নিজেই সোশ্যাল সাইডে সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সাথে ক্যাপশনে জানিয়েছেন, তিনি তার সাধ্যমতো চেষ্টা করছে জলমগ্ন খড়্গপুরে আটকে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়ানোর। তার এই ছবির কমেন্ট বক্স ভরে ওঠে নানান রকম ভাল খারাপ মন্তব্যে। তবে বেশির ভাগ মানুষই অভিনেতার এভাবে মানুষের পাশে দাঁড়ানোতে ভীষণ খুশি হয়েছে,




সকলেই এক বাক্যে জানিয়েছে হিরনের এইভাবে বিপদের সময় পাশে দাঁড়ানতে সে অঞ্চলের মানুষেরা সত্যিই ভীষণ উপকৃত হয়েছে। যেখানে নিজেদের কাউন্সিলর সাহায্য করছে না সেখানে হিরনকে পাশে পেয়ে আপ্লুত তারা। পাশাপাশি একজন জানিয়েছে, শুধু তাবু পৌঁছে দিলেই হবে না খড়্গপুরের নিকাশি ব্যবস্থা উন্নতি করা দরকার। প্রবল বৃষ্টির মধ্যেও এইভাবে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসে হাজার হাজার মানুষের মন জয় করেছে হিরন। খুব অল্পসময়ের মধ্যেই তার এই পোস্ট শত শত লাইক, কমেন্টে ভরে ওঠে। এবং সকলেই একবাক্যে তার কাজকে কাজের প্রশংসা করেছে।











