দাদার ৪৯তম জন্মদিনে এলাহী আয়োজন করলো কন্যা সানা! দেখে নিন ‘মহারাজ’ এর জন্মদিনের কর্মকান্ড!









নিজস্ব প্রতিবেদন :- 49 বছরে পা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।সেই উপলক্ষে বিগত সাতদিন ধরেই আয়োজন চলছে ভক্তদের মধ্যে। কিন্তু সবাইকে ছাড়িয়ে এলাহী আয়োজন করল সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক তার আয়োজন এর বিস্তারিত। প্রসঙ্গত সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী জানিয়েছেন, এতদিন পর্যন্ত সৌরভের জন্মদিনের সমস্ত আয়োজন তিনি করতেন।




কিন্তু তাদের মেয়ে সানা বড় হয়ে যাওয়ার পর সমস্ত আয়োজন সেই করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ডোনা জানিয়েছেন সৌরভের জন্য ইতিমধ্যেই দুটি কেক অর্ডার করেছেন তার মেয়ে। পাশাপাশি আরও নানান ধরনের উপহারসহ সাজগোজের আয়োজন করা হয়েছে। তবে ভাইরাসের সঙ্কটজনক পরিস্থিতিতে কোনো রকম বিশালাকৃতির আয়োজন নয় ঘরেই কেক কেটে জন্মদিন পালন করবেন সৌরভ।




প্রসঙ্গত উল্লেখ্য পাশাপাশি সৌরভের জন্মদিনের দিন কিছু অন্ধ ভক্তের আগমন ঘটে তার বাড়িতে। তারা যেখানেই থাকুন না কেন জন্মদিনের দিন দাদার বাড়িতে এসে হাজির হয়ে যান। তাই ডোনার কথায় সেদিন সারা বাড়ি সরগরম থাকে। তবে করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে।শুধু মেয়ের কাছ থেকেই নয় স্পন্সর এবং




অনুগামীদের কাছ থেকে পাওয়া কেক এবং উপহারে সৌরভের সারা বাড়ি ভরে যায় দাবি করেছেন ডোনা। যদিও জন্মদিনের খাওয়া দাওয়া তে অনেকটাই কমতি দেখা দিয়েছে এবারে। হার্ট অ্যাটাক এর পর থেকে মাংস খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন সৌরভ। তার জায়গায় সাধারণভাবে মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন করবেন তিনি।











