সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে জারি করা হলো পেট্রোল ও ডিজেলের নতুন দাম! কোন কোন জায়গায় 113 টাকা ছাড়ালো পেট্রোল! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম. এবং এর ফলে সাধারণ মানুষের রীতিমতো নাজেহাল সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। যে পেট্রোল পাম্পটা আগে গাড়ির লাইন লেগে থাকত এখন সেই সমস্ত গাড়িগুলি থাকছে বাড়ির গ্যারেজে ।সাইকেল নিয়ে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে কারণ । মাত্র লিটার এর জন্য গুনতে হবে ১০০ টাকার একটি নোট । তাহলে মানুষ কেন গাড়ি নিয়ে বাইরে বেরোবে ।




পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে অনেকেই কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারকে দায়ী করছেন । আমরা দেখেছিলাম ২০১৪ সালের আগে যখন পেট্রোলের দাম অনেক কম সে কম ছিল তখন বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার মানুষদের কে বলেছিলেন যে পেট্রোলের দাম ডিজেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমার জন্য তারা যেন ভাজপা সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কে ভোট দেন ।




মানুষের সেইমত বিশ্বাস করে ভোট দিয়ে বিজেপি কে ক্ষমতায় এনেছিল । কিন্তু তারপর থেকে আলাদা চিত্র দেখা গেল গোটা দেশজুড়ে । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির রীতিমতো নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। যে সমস্ত মানুষের আগে গাড়ি নিয়ে একটা জায়গা অন্য যারা যাতায়াত করত তারা অব্দি এখন গাড়ি বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে গান পেট্রোল এতটাই মূল্য বেশি গত জুলাই মাসে পরপর ছয়বার বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম শনিবার দিন 30 টাকা বৃদ্ধি করে 30 পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হলে পেট্রোলের দাম




এবং নতুন দাম হল 101 টাকা কোন কোন জায়গাতে আবার এই পেট্রোল এর জন্য গুনতে হচ্ছে 110 টাকা উঠে আসুন দেখে নেবো যে এই মুহূর্তে কোথায় পেট্রোল এবং ডিজেলের দাম কত ।বর্তমানে রাজস্থানের গঙ্গানগরে এবং মধ্যপ্রদেশের অনুপপুরে সবচেয়ে বেশি দাম পেট্রোল ৷ গঙ্গানগরে এদিন পেট্রোলের দাম ১১৩.২১ টাকা, ।দিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা, মু্ম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা এছাড়াও আপনি আপনার শহর বা নিকটবর্তী জায়গায় পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।











