মাধ্যমিক পাস যোগ্যতায় 25,000 কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- পুলিশ কনস্টেবল হবার স্বপ্ন দেখে অনেক নাগরিক । এবার সেই স্বপ্নকে সফল করে দিতে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন । একদম ঠিক শুনেছেন স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি যার মাধ্যমে জানানো হচ্ছে যে আগামী দিনে প্রচুর সংখ্যক ছেলে এবং মেয়েদের কে কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে তারা ।আসুন আমরা জেনে নেই চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য ।




পদের নাম :- কনস্টেবল, শূন্যস্থান পদের সংখ্যা:-
২৫,২৭১ শূন্যস্থান পদে নিয়োগ হতে চলেছে আগামী দিনে ।




মাসিক বেতন :- ২১,৭০০- ৬৯,১০০ টাকা প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারী কে অতি অবশ্যই সরকার স্বীকৃত হলো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতেই হবে ।




পরীক্ষার পদ্ধতি:- মূলত লিখিত এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
বয়স :- বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীর বয়স হচ্ছে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে ।




আবেদন মাধ্যম :- আবেদন মূলত অনলাইনে এবং অফলাইনে দুই রকম ভাবেই করা যেতে পারে ।
আবেদন প্রক্রিয়া :- অনলাইনে আবেদন কারীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ssc.nic.in











