এই 10 টি শারীরিক সমস্যার ধন্বন্তরি ওষুধ অ্যালোভেরা গাছ! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- অ্যালোভেরা গাছের অলৌকিক ক্ষমতা রয়েছে প্রচুর। অ্যালোভেরা পাতার জেল সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে আরো নানান ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সুপ্রাচীন কাল থেকেই শুধুমাত্র মিশরে নয় চীনেও এই অ্যালোভেরা বিশেষ একটি স্থান দখল করে রেখেছে। চলুন আজকে জেনে নেওয়া যাক এই অ্যালোভেরা গাছের বিশেষ কিছু গুণ।




হজমজনিত যে সমস্ত সমস্যা গু-লি রয়েছে তা দূর করতে এলোভেরা জুস একটি অত্যন্ত প্রাচীন পদ্ধতি। অতিরিক্ত গ্যাস ,পেটের ভিতর জ্বালা ইত্যাদি সমস্ত কিছু কমে যাবে অ্যালোভেরা জুস পান করার ফলে। গবেষণায় দেখা গিয়েছে কোষ্ঠকাঠিন্য অনেক অংশে প্রতিরোধ করতে সক্ষম অ্যালোভেরা। যারা কো-ষ্ঠকা-ঠিন্য স-মস্যায় ভুগছেন তারা খাদ্যতালিকায় এক গ্লাস অ্যালোভেরা জুস যুক্ত করুন দেখবেন এতে আপনার কো-ষ্ঠকা-ঠিন্যের স-মস্যা অনেকটা দূর হয়ে যাবে।




রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে অ্যালোভেরা জুস বিশেষ উপকারী প্রাচীনকালে গবেষণা থেকে জানা গিয়েছে অ্যালোভেরা জেল রক্তের গ্লুকোজের মাত্রা উন্নত করে। অ্যালোভেরার একটি অন্যতম উপকারিতা হলো বুকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে থাকে অ্যালোভেরা। 2015 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে অ্যালোভেরা জুস দ্রুত এসিডিটি দূর করতে সাহায্য করে।




লিভার সুস্থ তো আপনি সুস্থ থাকবেন। যখন আপনার শরীর পরিপূর্ণরূপে পুষ্টি থাকে তখন লিভার সবথেকে বেশি ভালো থাকে আর এতে অ্যালোভেরার জুস লিভারের জন্য আদর্শ। অ্যালোভেরার জুস কে প্রাকৃতিক মাউথওয়াশ বলা যেতে পারে। অ্যালোভেরার জুস মুখের ভিতরের রোগজীবাণু এবং ব্যা-কটেরিয়া দূর করতে সাহায্য করে।











