রোশনকে টেক্কা দিতে নিজেই জিম খুললেন শ্রাবন্তী, দেখে নিন শ্রাবন্তীর জিমের ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে নিয়ে নতুন করে আর কোন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে হবে বলে মনে হয় না । কারণ এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিছুদিন আগে দখল করেছিল খবরের শিরোনাম । তৃতীয় সম্পর্ক ভে-ঙে যাওয়ার পর পুনরায় চতুর্থ সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী । কিন্তু তৃতীয়বারের সম্পর্ক এত সহজে ভে-ঙে যায় নি । তার আগে বীভৎস পরিমাণে জল ঘোলা হয়েছিল ।




এবং এই জল খোলার কারণে একাধিকবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে । মাত্র ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন । ভেবেছিলেন আর বাকি সাধারণ পাঁচটা মানুষের মতন সংসার জীবন যাপন করবে । কিন্তু চলে আসে অভিনয় জগতে । অভিনয় জগতে আসার পর তিনি বুঝতে পারলেন যে তার মধ্যে অভিনয়দক্ষতার লুকিয়ে ছিল যেটা কে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয় হতে পারবেন ।




এবং সেটাকে কাজে লাগিয়ে দিন জনপ্রিয় হয়ে উঠলেন । হলেন এই বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী । কিন্তু অভিনয় জগতে সাফল্য পেল বেক্তিগত জীবনে তিনি মোটেও সাফল্য পাননি। বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে বারাসাতের একটি শপিং মলে তিনি একটি জিম খুলেছেন কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল যে এতকিছু থাকতে হঠাৎ করে শ্রাবন্তী কেন জিম খুললেন ? সে বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যম তার সাক্ষাৎ নিয়েছিল।




এবং সাক্ষাৎকারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে এই কঠিন পরিস্থিতিতে শরীরচর্চা একেবারে ভুলে গেছে মানুষেরা । কিন্তু যখন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরছে সমস্ত কিছু তখন মানুষ শরীরচর্চার দিকে একটু বিশেষভাবে নজর দেবে । এমনটা তিনি বিশ্বাস করেন । তাই বারাসাতের মতন জায়গাতে তিনি একটি জিম খুলেছেন । তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু ফিটনেসের দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী হয় যেমন তিনি নিজে ।











