কোমরে গেঞ্জি বেঁধে হাতে বল নিয়ে মাঠের মধ্যেই বাস্কেটবল খেললেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- অভিনয় জগৎ থেকে রাজনৈতিক মঞ্চে পদার্পণ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী । আর তারপর বেড়েছে জ-ল্পনা । পরপর তিনটি বিয়ে ভে-ঙে যাবার পর নতুন করে রাজনৈতিক দলে যোগদান করা কে নিয়ে প্রতিনিয়ত চলছে বি-তর্ক । এবং সে বি-তর্ক সম্মুখে দাঁড়িয়ে প্রতিহত করার চেষ্টা করে চলেছেন শ্রাবন্তী । তবে তিনি কিন্তু ভুলে যাননি তার ক্যারিয়ার । এই ভিডিও সেই চিত্র তুলে ধরেছে ।




চ্যাম্পিয়ন সিনেমার হাত ধরে তার অভিনয় জগতে পদার্পণ তারপর বেশ কয়েকটি হিট ছবি আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে । যদিও তাঁর সাফল্যের পিছনে পরিচালক রাজীব বিশ্বাসের অনেকখানি অবদান রয়েছে বলে মনে করেন অনেকে। সেই মতো মাত্র ১৬ বছর বয়সে তিনি বিয়ে করেন রাজীব বিশ্বাসকে । পরবর্তীকালে সেই সম্পর্কে দেখা যায় ভাঙ্গন । শ্রাবন্তী অভিযোগ আনে রাজিব নাকি তার উপর মা-নসিক এবং শা-রীরিক অ-ত্যাচার করে । তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই ।




ততক্ষণে জন্ম নিয়েছে তাদের ছোট পুত্র ঝিনুক বা অভিমুন্য চ্যাটার্জী। তার পরেও যে প্রেম আসেনি জীবনে এমনটা কিন্তু নয় ।২০১৭ সালে কিষান ব্রজ এবং ২০১৯ সালে রোশন সিং কে তিনি বিবাহ করেন । কিন্তু শোনা যাচ্ছে তৃতীয় সম্পর্ক অর্থাৎ রোশন সিং এর সাথে নাকি ভা-ঙতে চলেছে । যাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উ-ত্তেজনা এবং স-মালো-চনা । এবং এরই মাঝে রোশন জানিয়েছেন যে দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই তারা আর একসাথে থাকছেন না । যা এই স-মালো-চনা এবং জ-ল্পনাকে আরো উসকে দিয়েছে ।




রাজনীতি প্রচারের পাশাপাশি অভিনয় জগতে তিনি যথেষ্ট পরিমাণে মনোযোগ দিয়ে কাজ করেন । সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে বাস্কেটবল নিয়ে শ্রাবন্তীকে শু-টিং করতে । বাংলাদেশের কোন একটি অভিনেতা সাথে তিনি নতুন একটি ছবিতে অভিনয় করছেন । সেখানে তাকে দেখা যায় টাইটপোশাক এ । হাতে ছিল বাস্কেটবল । ইতিমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় সর্বত্র । তার পাশাপাশি অনুগামী মহলে ব্যাপক সাড়া ফেলেছে সেই ভিডিওটি ।











