মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি পদে চলছে প্রচুর কর্মী নিয়োগ! রইল আবেদন করার পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন :- বর্তমানে ভারতীয় ডাক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে ভারতীয় ডাক বিভাগের পাঞ্জাব সার্কেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 57 টি পদ ফাঁকা আছে। এই 57 টি পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে ।গ্রুপ সি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে এ কথাও জানা গেছে।




জানা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা থাকলেই ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ডাক সহকারি ,সংক্ষিপ্ত সহকারি ও মাল্টিটাস্কিং স্টাফ এই তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানা গেছে। অনলাইনে আবেদন গ্রাহ্য হবে না এমনটাই জানা গেছে। আবেদনকারীকে নিজের সমস্ত তথ্য স্পিড পোস্ট এ পাঠিয়ে দিতে হবে এবং তথ্যের সঙ্গে দিতে হবে একটি টাকা জমা দেওয়ার চালান। হাজার টাকা লাগবে আবেদন করার জন্য এমনটা ও জানা গেছে।




আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 18 ই আগস্ট এর মধ্যে আবেদন করতে হবে বলে জানা গেছে। ডাক সহকারি ও সংক্ষিপ্ত সহকারী পদের জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 26 বছর এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছর ।ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছিল। তাই এই বিজ্ঞপ্তিটি বিশদে জানতে হলে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি ঘুরে আসতে হবে।




এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশকিছু বেকার যুবক-যুবতী এবং কর্মহারা যুবক-যুবতীরা চাকরি পাবে বলে আশা করা যাচ্ছে। এই করোনাকালীন পরিস্থিতিতে অনেক মানুষই কাজ হারিয়েছে ।অনেক মানুষেরই কাজের খুবই দরকার। তাই অনেক বেকার যুবক যুবতীর মুখে কিছুটা হাসি ফুটেছে এই নিয়োগ-প্রক্রিয়ার কথা শুনে।











