বিশ্বাবসুর সঙ্গে হওয়া প্রেমের গুঞ্জন কে নস্যাৎ করে অন্য আরেকজনের সঙ্গে ডেটে গেলেন ‘রানীমা’ ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া!









নিজস্ব প্রতিবেদন :- বাংলা অভিনয় জগতে বলাবাহুল্য ধারাবাহিক জগতে একটি জনপ্রিয় ধারাবাহিক হল রানী রাসমণি । যদি এই ধারাবাহিকের সম্প্রসারণ এখন সম্পূর্ণ রকম ভাবে শেষ হয়ে গিয়েছে । কিন্তু এখনও অবধি কাটেনি গুঞ্জনের রেশ । ধারাবাহিক চলাকালীন সময় থেকে শোনা যাচ্ছিল যে দিতিপ্রিয়া রায়ের সাথে বিশ্বনাথ বসুর এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । যদিও অভিনেত্রী শুধুমাত্র বন্ধু বলে বারবার এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন ।তবে এবার প্রকাশ্যে এলো ছবি।




বেশ কিছুদিন আগে ‘কলঙ্কিনী রাধা’ গানটি বেসুরে গাওয়ার জন্য বি-তর্ক এর মুখে পড়েছিলেন তিনি । তাকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা । নানারকম ক-টুক্তি শি-কার হয়েছিলেন অভিনেত্রী । তবে সেসব বিষয়ে পরোয়া না করে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে । এবং যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হয়ে উঠছে বাংলার এই অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।




এই মুহূর্তে দিতিপ্রিয়া রায় কে জি বাংলায় অনুষ্ঠিত হওয়া রানী রাসমনির ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল । তার বয়স ১৭ বছর হলেও ৫৩ বছরে রানী রাসমণি কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই দিতিপ্রিয়া রায় । ৫৩ বছরের রাণী রাসমণি ১৭ বছরের ছটফট একটি মেয়ে তা বাস্তব জীবনে দেখলেই বোঝা যাবে কিন্তু অভিনয় জগতে বোঝার উপায় নেই কোন । এবার সে দিতিপ্রিয়া রায় কে নিয়ে সম্প্রতি প্রেমের গুজব উঠেছে সোশ্যাল মিডিয়াতে।




ধারাবাহিক জগতে রানী রাসমণির যিনি নাতি অর্থাৎ বিশ্ব বসুর সাথে নাকি তার ঘনিষ্ঠতা হয়েছে । এমন ই শোনা যাচ্ছিল অল্প করে । তবে এ ব্যাপারে এ পরিষ্কার করে উত্তর দিলেন অভিনেত্রী। এবার দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় তার লক্ষাধিক ফলোয়ার্স এর সঙ্গে শেয়ার করলেন তার ডেটে যাওয়ার একটি ফটো। বিশ্বাবসু নয় বরং নিজের এক বান্ধবীকে নিয়ে ডেটে গিয়েছিলেন অভিনেত্রী।সেই ছবি দেখার পরেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন হয়তো একাধিকবার বিশ্বাবসুকে নিয়ে প্রশ্নের মুখে পড়ার জন্য এভাবেই ঘুরিয়ে প্রশ্নকর্তাদের উত্তর দিলেন দিতিপ্রিয়া। এমনটা মনে করছে অনেকে ।











