বাড়ির ছাদে বা উঠোনে লেবু গাছ লাগিয়ে গোড়ায় ১বার দিয়ে দেখুন এই একটি ঘরোয়া উপাদান, অল্পদিনেই ছোট গাছে ধরবে প্রচুর লেবু

নিজস্ব প্রতিবেদন: লেবু হল এমন একটি ফল যা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করে থাকেন। তাই বাড়িতে লেবু গাছ লাগাতেও কিন্তু কমবেশি সকলেই বেশ পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমরা এমন একটি সারের কথা শেয়ার করে নেব যা একবার লেবু গাছে দিলে গাছ ফুল আর ফলে পুরোপুরি ভরে যাবে। আপনারা যারা বাড়িতে গাছ লাগাতে পছন্দ করে থাকেন এবং লেবু চাষ করার কথা ভাবছেন এই প্রতিবেদনটা কিন্তু তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

লেবু গাছে কি সার প্রয়োগ করবেন?

প্রথমেই আগে দেখে নেবেন আপনার লেবু গাছটি সরাসরি মাটিতে লাগানো রয়েছে না পাত্রের মধ্যে লাগানো রয়েছে।। কারণ যে স্থানে আপনারা গাছটি লাগিয়েছেন সেটা অনুযায়ী কিন্তু সার অথবা খাদ্য উপাদানের পরিমাণ কম বেশি হয়ে যাবে। প্রথমেই যদি টবে লাগানো থাকে সেক্ষেত্রে গাছের গোড়ার মাটি সুন্দর করে আলগা করে নেবেন।

 তারপর ভালোভাবে গাছের গোড়া একটু পরিষ্কার করে নেবেন। গাছের গোড়ায় কিছুটা পরিমাণ লাল পটাশ এবারে আপনাদের প্রয়োগ করে দিতে হবে। এটি কিন্তু বিশেষভাবে প্রয়োজন। যদি মোটামুটি ১৫ ইঞ্চির টব থাকে সেক্ষেত্রে আপনাদের এক চামচ পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে।

সার প্রয়োগ করার পরে গাছের গোড়ার মাটি একটা আস্তরনের মাধ্যমে ঢাকা দিয়ে আপনাদের পরিমাণমতো জল দিয়ে দিতে হবে যাতে কোনভাবেই এই সার ধুয়ে না বেরিয়ে যায়।। এছাড়াও মোটামুটি ১০ থেকে ১৫ দিন অন্তর আপনারা এই পটাশ সার এক চামচ পরিমাণে নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে দ্রবন তৈরি করে নিতে পারেন।।

তারপর এই দ্রবণটাকে স্প্রে বোতলে ভরে সহজেই কিন্তু বিকেলের দিকে লেবু গাছে স্প্রে করে দিতে পারেন। তাহলে কোন রকমের পোকামাকড়ের উপদ্রব থাকবে না আবার গাছ হোক একেবারে ফুল আর ফলে সম্পূর্ণরূপে ভরে যাবে।

Back to top button