জবা গাছ করুন জবা পাতা দিয়েই, ফুল হবে গোটা বছর ধরেই, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: কমবেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু জবা ফুলের গাছ রয়েছে। বাড়ির শোভা বর্ধন করার পাশাপাশি নিত্য পুজোর জন্যেও কিন্তু ব্যাপক রকম ভাবে জবা ফুল ব্যবহার করা হয়ে থাকে। মা কালীর আরাধনা কখনোই জবা ফুলের সাহায্য ছাড়া সম্ভব হয়ে ওঠেনা।

আবার অনেক পুজোর কাজেই কিন্তু জবা ফুলের ব্যবহার হয়ে থাকে। লাল, গোলাপি থেকে শুরু করে সাদা সহ নানান ধরনের রঙে জবা ফুল পাওয়া যায়। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই জবা গাছের পাতা থেকেই বাড়িতে জবার চারা তৈরীর পদ্ধতি আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে নেব। বাগানপ্রেমী মানুষরা খুব সহজেই কিন্তু এই প্রতিবেদন কাজে লাগাতে পারেন।

এই পদ্ধতিতে প্রথমেই আপনাকে কয়েকটি সতেজ বড় পাতা জবা গাছ থেকে নিয়ে নিতে হবে। পাতার মধ্যে যে লম্বা বোটার অংশটা থাকে সেটা খানিকটা কেটে বাদ দিয়ে দিন। তারপরে একটি বড় পাতাকে অর্ধেক কেটে উপর দিকটা বাদ দিতে হবে। এরপর একটি পরিণত ভালো মানের ড্রাগন ফ্রুট নিয়ে নিতে হবে। এরপর ওই ড্রাগন ফলটি মাঝখান বরাবর অর্ধেক করে কেটে নিতে হবে।

আগে যে জবার পাতাগুলির বোঁটার দিকটা কেটে রেখেছিলেন সেগুলোকে ওই ড্রাগন ফলের শাঁসের ভেতর পুঁতে দিতে হবে।এরপর একটি টবে মাটি ভর্তি করে গাছ লাগানোর জন্য টবটি প্রস্তুত করে নিতে হবে। এবার ড্রাগন ফলের মধ্যে গাঁথা জবাব পাতাগুলি এমনভাবে রাখতে হবে যাতে পাতার অংশটা শুধুমাত্র টবের বাইরে অর্থাৎ মাটির বাইরে বেরিয়ে থাকে। অবশ্যই অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণ কাজটা করবেন।

এবার ছায়াযুক্ত স্থানে এই টবটাকে অন্ততপক্ষে ৪৫ দিন পর্যন্ত আপনারা রেখে দেবেন। এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু নিয়মিত জলও দিতে হবে। নির্ধারিত দিনের পর মাটি থেকে যখন এই পাতাগুলো তুলবেন দেখবেন চারা বেরিয়ে গিয়েছে।প্রত্যেকটা পাতার তলায় নতুন শিকড় এসেছে। এবার অন্য কোন টবে বা খোলা মাটিতে আপনারা খুব সহজেই কিন্তু এই চারা প্রতিস্থাপন করে দিতে পারেন। সঠিকভাবে যত্ন করলেই কিন্তু এই জবা গাছ বড় হয়ে আপনাকে দারুন ভাবে ফুল দেবে।

Back to top button