এক বছর আগে যাঁরা ১ লাখ টাকায় এই শেয়ার কিনেছিলেন, আজ তাঁরা ৪৭ লাখ টাকার মালিক, জানুন কোন শেয়ার!









নিজস্ব প্রতিবেদন :- চাকরি এবং ব্যবসার পাশাপাশি এখনকার যুগে যুবক-যুবতীরা শেয়ার মার্কেটে প্রতি বিশেষভাবে নজর দিচ্ছে । এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে শেয়ার মার্কেটে প্রতি আ-কৃষ্ট হওয়ার প্রবণতা । কিন্তু বুদ্ধি এবং সাবধানতার সাথে শেয়ার মার্কেট হ্যান্ডেল করতে হয় । তাই সবথেকে ভালো হবে কোন বিশ্ব সংস্থা অর্থাৎ শেয়ার মার্কেট সংস্থার উপর বিনিয়োগ করা ।




এই বিনিয়োগের ফলে যখন সেই শেয়ার মার্কেট সংস্থার দাম বাড়বে তখন আপনার বিনিয়োগের টাকা বেড়ে যাবে । ঠিক এরকমই ঘটনা ঘটতে দেখা গেল গীতা রিনিউয়েবল এনার্জি সাথে । আচ্ছা ধরুন আপনি ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলেন এক বছর পর সেই টাকা কত টাকা হতে পারে ? নিশ্চয়ই সেটা ৪৭ লাখ টাকা হয়ে যাবে না ? কিন্তু এখানে হয়েছে যারা এই সংস্থা তে এক বছর আগে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিল এখন তারা ব্যাগ ভর্তি টাকা বাড়িতে নিয়ে যেতে পারবে ।




একদমই ঠিক শুনেছেন । গীতা রিনিউয়েবল এনার্জি এমনটাই দাবি করছে এবং গীতা রিনিউয়েবল এনার্জি এর মাত্র এক বছরে ৪,৬০০ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম। গত এক মাসে গীতা রিনিউয়েবল এনার্জির শেয়ারের দাম ১৭৫ শতাংশেরও বেশি বেড়েছে। যদি একজন বিনিয়োগকারী মাত্র ৫ দিন আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকাটা বেড়ে ১.২১ লক্ষ টাকা হয়ে যেত।




একইভাবে যদি একজন বিনিয়োগকারী এক মাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেটা ২.৭৭ লক্ষ টাকা হয়ে যেত। ৬ মাস আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে সেটা ২৩.৮৫ লক্ষ টাকা হয়ে যেত। যদি বিনিয়োগকারী উল্লেখিত সময়কাল জুড়ে এই বিএসই তালিকাভুক্ত স্টকে বিনিয়োগ করা হয়েছে। আর এক বছর আগে যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং শেয়ারটা ধরে রাখতেন, তবে আজ সেটা ৪৭ লক্ষ টাকা হয়ে যেত।











