ড্রইংরুমে মেয়ে নব্যন্যার সঙ্গে হিন্দি গানে তুমুল নাচ সুপারস্টার জিৎ এর! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-টলিউডের জনপ্রিয় অভিনেতা দের মধ্যে হলেন অন্যতম হলেন জিৎ।একজন সুপারস্টার অভিনেতা তিনি ।তার প্রথম সিনেমা সাথী। প্রথম সিনেমায় বাজিমাত করে দিয়েছিলেন এই অভিনেতা। অপরিকল্পিতভাবে এই সিনেমাটি সুপার হিট হয়েছিল। তারপর থেকে তার জনপ্রিয়তা বেড়ে যায়। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি ।বর্তমানেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন এই অভিনেতা।




বর্তমানে এই অভিনেতা জি বাংলার বিখ্যাত রিয়েলিটি-শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন। বেশ কয়েক বছর আগে এই অভিনেতা বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহনা নামক একজনের সঙ্গে । তাদের বিবাহিত জীবন বেশ সুখেই কাটছে ।বর্তমানে জিতের একটি কন্যাসন্তান রয়েছে ।তার নাম নবন্না। অভিনয়ের বাইরে তার পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করেন জিৎ।




এই চরমতম ব্যস্ততার মধ্যেও জিৎ তার পরিবারকে সময় দিতে ভোলেন না। মাঝে মধ্যে পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করে নেন অনুগামীদের সঙ্গে। জিতের অনুগামী সংখ্যাও প্রচুর ।যেমন কয়েকদিন আগে তার স্ত্রী মোহনার জন্মদিনে স্ত্রী এর সঙ্গে তাকে কেক কাটতে দেখা গেছে জিত কে। এরকম অনেক ভিডিও তিনি শেয়ার করে নেন নিজের অনুগামীদের সঙ্গে।




বর্তমানে জিতের একটি ভিডিও খুব ভাইরাস হলো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের বাড়িতে মেয়ে নবন্যার সঙ্গে নাচছেন তিনি। একটি জনপ্রিয় হিন্দি গানে তাদের দুজনকে নাচতে দেখা যাচ্ছে। জিৎকে বিভিন্ন সিনেমায় ও ডান্স বাংলা ডান্সের মঞ্চে তো নাচতে দেখা গেছে । কিন্তু তার বাড়িতে তার মেয়ের সঙ্গে তাকে নাচতে এভাবে কখনও দেখা যায়নি । এই ভিডিওটায় সেটিই দেখা যাচ্ছে। বাবা ও মেয়ের সম্পর্ক যে কতটা মধুর সেটা এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে।
— Bengal News Media (@media_bengal) August 2, 2021











