আপনি কি জানেন সিঙ্গাপুরের মানুষ কেন পয়সা দিয়ে মশার কামড় খান? রইল ভিডিও সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- আচ্ছা আপনি কি কখনো শুনেছেন যে মানুষ মশাদের কে ভালবাসে । তাদের জন্য তৈরি করেছে আধুনিক একটি কারখানা । এবং সেখানে উৎপন্ন হচ্ছে কয়েক মিলিয়ন মশা প্রতিদিন। ঘটনাটা আপনার কাছে কেমন একটু অবাক লাগছে তাইনা । স্বাভাবিকভাবে আমাদের কাছেও ঘটনাটি ভীষণ অবাক লেগেছিল । কিন্তু সম্প্রতি যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেখানে আপনারা জানবেন যে সিঙ্গাপুর হচ্ছে এমন একটি দেশ যেখানে মানুষেরা মশাদের কে লালন পালন করে বড় করে তোলে একদমই ঠিক শুনেছেন ।




এই সম্পর্কে যাবতীয় তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে।মশা জনিত বিভিন্ন ধরনের রোগের কারণে প্রতিদিন প্রায় অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তার পাশাপাশি ডেঙ্গুর প্রভাব আমরা প্রত্যেকেই জানি । কি হারে বেড়ে চলেছে প্রতিদিন ডে-ঙ্গুর প্র-ভাব সে কথা কারো অজানা নয় এবং ডে-ঙ্গু যে তোমার সাথে সরাসরি সম্পর্কযুক্ত তাই মশা দেখা মাত্রই তাকে মেরে ফেলার উপক্রম চেষ্টা করে দেখি আমরা কিন্তু সিঙ্গাপুর হচ্ছে এমন একটি দেশ যেখানে মানুষ ভালোবেসে মশাদের জন্য তৈরি করেছে মস্তবড় একটি কারখানা ।




যেখানে প্রতিদিন কয়েক মিলিয়ন মশা উৎপন্ন হয় কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে তা জানাবে আজকে প্রতিবেদনে বিস্তারিত হবে। সম্প্রতি জানা যাচ্ছে যে তারা প্রতিদিন যে সমস্ত মশা উৎপন্ন করে সেগুলো ভালো মশা অর্থাৎ সেগু-লি মানুষকে কা-মড়ায় না । এর পরেই ভালো মশা গু-লি খা-রাপ মশা অর্থাৎ যে সমস্ত মশাগুলো রো-গ ছ-ড়ায় মানুষকে কামড়ায় তাদের সাথে মিলনের ফলে তৈরি হয় নতুন ধরনের এক মশা ।




তার পাশাপাশি খারাপ মশা ডিম পাড়া থেকে ব্যাহত থাকে অর্থাৎ ভালো মশাগুলো সাথে মিলনের ফলে খারাপ মশাগুলো ডিম পারার ক্ষ-মতা হা-রিয়ে যায় । যার ফলে মশা জনিত কোন রো-গ সিঙ্গাপুরে মাটি দেখা যায় না । প্রতিনিয়ত কমছে এর প্রবণতা ।অভিনব পদ্ধতিতে কে পছন্দ করেছেন অনেক দেশ ।











