এই শেয়ারে একবার বিনিয়োগ করলে এক বছরের মধ্যেই আপনার টাকা হয়ে যাবে ১২ গুন, শুনতে অবাক লাগলেও সত্যি!









নিজস্ব প্রতিবেদন :- এই সমাজের ছেলেমেয়েরা শেয়ার মার্কেটের দিকে প্রবণতা বেড়েই চলেছে । একদমই ঠিক শুনেছেন । বর্তমান যুগে উপার্জন করার অন্যতম একটি মাধ্যম হলো শেয়ার মার্কেট । শেয়ার মার্কেটে যেহেতু ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায় তাই যুবক সমাজের ছেলেমেয়েরা তার দিকে বিনিয়োগ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে । কিন্তু বর্তমান বাজারে প্রচুর বিনিয়োগ সংস্থা রয়েছে ।




তার মধ্যে বিশ্বাসযোগ্য কোনটা কোনটাতে বিনিয়োগ করলে আপনি ভালই পাবেন সে ব্যাপারে থাকছে একাধিক প্রশ্ন । বর্তমানে শেয়ার মার্কেটে বিনিয়োগ সংস্থার মধ্যে সবথেকে বিশ্বাসযোগ্য একটি সংস্থা হল তাতা টেলিসার্ভিস যেটা এই মুহূর্তে মহারাষ্ট্র তে অবস্থিত রয়েছে এর মিডক্যাপ এবং অন্যান্য বিষয়গুলো জানলে আপনার নিজেই এই সংস্থার প্রতিদিন নিয়োগ করতে ইচ্ছে হবে ।




টাটা টেলিসার্ভিসেস লিমিটেডের শেয়ার গত বছর BSE-এ ৯ জুন ২০২০ থেকে ৩.৮২ টাকায় বন্ধ হয়েছিল ৷ এখন বর্তমানে এই শেয়ারের দাম ৪৬.৯৫ টাকা ৷ অর্থাৎ কেউ যদি এক বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আজ সেটা ১২.২৯ লক্ষ টাকায় বদলে গিয়েছে ৷ টাটা টেলিসার্ভিসেসের অংশদারিত্ব এই বছরের শুরুতে ৪৮৯ শতাংশ বেড়েছে এবং এক মাসে ১১৩ শতাংশ বেড়েছে ৷




টাটা টেলিসার্ভিসেসের শেয়ার ৫দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজ থেকে বেশি ব্যবসা করছে ৷ সম্প্রতি টাটা গ্রুপের ফার্মের মার্কেট ক্যাপ পড়ে গিয়ে ৯১৭৮ কোটি টাকা হয়ে গিয়েছিল ৷ মার্চ ত্রৈমাসিকের শেষে প্রোমোটারদের কাছে ফার্মের ৭৪.৩৬ শতাংশ অংশীদারিত্ব । এই ঘটনা সামনে আশাতে অনেক যুব সমাজ যুবক-যুবতীরা বিনিয়োগ করছে টাটা টেলিসার্ভিস হয়েছে এবং পাচ্ছে ভালো মোটা অংকের রিটার্ন ।











