মাত্র ১০ টাকায় প্রোডাক্ট তৈরি করে ৩০ টাকায় বিক্রি, এভাবেই শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করার জন্য মানুষ প্রতিনিয়ত নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যবসা হলো এগুলির মধ্যে একটি অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে যেহেতু চাকরির বাজার অনেকটা খারাপ হয়ে গিয়েছে তাই বেশিরভাগ মানুষই ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন।। তবে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে সেটা লাভজনক হতে পারে সেই সম্পর্কে অনেকের কাছেই কিন্তু স্পষ্ট কোন ধারণা নেই।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে তাই এরকমই একটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যাতে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন।। চলুন তাহলে সময় নষ্ট না করে এই ব্যবসাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি ইনকিউবেটর মেশিনের ব্যবসার কথা। আপনারা সকলেই কিন্তু এই ব্যবসা সম্পর্কে জানেন তবে আজ আমরা একটু নতুনভাবে এই ব্যবসা সম্পর্কে আলোচনা করব। ইনকিউবেটরের ব্যবসা অর্থাৎ হাঁস বা মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসার কথা এখানে বলা হচ্ছে। এটি এমন একটি ব্যবসা যেখানে খুব সহজেই কিন্তু আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন।

কারণ বর্তমান সময়ে খাদ্যদ্রব্য হিসেবে মাংস আর ডিমের চাহিদা রয়েছে মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে। সুতরাং আপনাদের কিন্তু কখনোই সমস্যার মুখোমুখি হতে হবে না। একেবারে প্রাথমিক অবস্থায় কাজ শুরু করতে চাইলে আপনারা মাত্র ২০০০ টাকা দিয়ে একটি ১০০ ক্যাপাসিটির ডিমের মেশিন কিনে নিতে পারেন। যদি আপনারা মনে করেন এর থেকেও বেশি ক্যাপাসিটির মেশিন কিনবেন তাহলে দাম একটু বাড়বে তবে তার সাথে আপনাদের পণ্য উৎপাদনের পরিমাণ টাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে।

প্রতি প্রোডাক্ট হিসেবে আপনাদের হয়তো খুব বড়জোর ১০ টাকা খরচ হতে পারে যা থেকে লাভ চলে আসবে ৩০ থেকে ৩৫ টাকার। সঠিকভাবে করতে পারলে এই ব্যবসা কিন্তু আপনাকে মাসিক ভিত্তিতে দুর্দান্ত অর্থ উপার্জন করার সুযোগ দিতে পারে। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে কোথা থেকে আপনারা ইনকিউবেটর মেশিন কিনে এই কাজটি শুরু করবেন তা নিয়ে।তার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের প্রতিবেদনের পরবর্তী অংশে।

ইনকিউবেটর মেশিনের ব্যবসা শুরু করার জন্য আপনারা এই কোম্পানির সাথে যোগাযোগ করবেন। এখানে কাঁচামাল থেকে শুরু করে বিনামূল্যে প্রশিক্ষণ আর ইনস্টলেশন সবকিছুই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন।

Company information:
Sen incubator & hachari .
Owner name: Biprojit sen.
Address – pipulbaria,murutiya, Nadia, west bengal.
Contact- 9733684868

Back to top button