বাংলার বুকেই এই দুর্দান্ত লোকেশানে রইল ভালো জমির খোঁজ, ভুল করেও করবেন না এই সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা প্রপার লোকেশনের মধ্যে জমির প্রয়োজন। কারণ একটি ভালো জায়গার মধ্যে জমি না হলে কিন্তু আপনারা বসতবাটি অথবা নিজেদের কোন স্বপ্নের প্রজেক্ট তৈরি করতে পারবেন না।

মূল্যবৃদ্ধির বাজারে ভালো লোকেশনে জমি পাওয়াটাই খুবই সমস্যার ব্যাপার। যদিও বা পাওয়া গেল সে ক্ষেত্রে হয়তো যা দাম থাকে সেটা আমাদের বাজেটের বাইরে চলে যায়। তবে আমাদের এই বিভিন্ন প্রতিবেদন গুলোর মাধ্যমে সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গা থেকে জমির খোঁজ আমরা নিয়ে আসি। আজও নিয়ে চলে এসেছি একটি কম দামে সুন্দর জমির খোঁজ।

আমাদের আজকের লোকেশন হল মানকর। মানকর রেলওয়ে স্টেশন থেকে কমবেশি ৬ কিলোমিটারের দূরত্বের মধ্যেই রয়েছে সাড়ে চার বিঘা জমি। ২৫ ফুট পিচ রাস্তা থেকে মাত্র ৩০০ মিটারের দূরত্বের মধ্যেই রয়েছে এই জমিটি। এই জমি বরাবর আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন ১৬ ফুট।

গ্রাম্য নিরিবিলি পরিবেশে বাগানবাড়ি বা ফার্ম হাউস তৈরি করার জন্য এটা একেবারে পারফেক্ট একটা লোকেশন। এটি একটি উঁচু জমি তাই মাটি- ভরাট করার কোন রকম ঝামেলার মধ্যে আপনাদের পড়তে হবে না। জমিটি থেকে পেট্রোল পাম্প এবং স্থানীয় বাজার পেয়ে যাচ্ছেন মাত্র ৬০০ মিটারের দূরত্বে।

৩.৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মানকর কলেজ এবং হসপিটাল। এবার আসুন এই জমির যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মানকর রেলওয়ে স্টেশন থেকে বাস বা টোটো করে সহজেই আপনারা কিন্তু এই জমিতে পৌঁছে যেতে পারবেন।। এখান থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মানকর হাটতলা বাজার। পাশাপাশি ব্যাংক থেকে শুরু করে এটিএম, স্কুল অথবা কলেজ সবকিছুই পেয়ে যাচ্ছেন হাতের নাগালের মধ্যে।

যদি আপনি ইনভেসমেন্ট এর জন্যেও জমিটি কিনতে চান তাহলে কোন রকমের সমস্যা হবে না। এই জমির দামও কিন্তু একেবারে অবিশ্বাস্য।প্রতি বিঘা এটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। বিস্তারিত জানতে হলে বা আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ।।
Contact : 9073145145.

Back to top button