দুর্দান্ত লোকেশনের মধ্যে একেবারে স্বল্প খরচে জমি বিক্রয়, না দেখলে করবেন চরম মিস!









নিজস্ব প্রতিবেদন: জমি হচ্ছে মানুষের জন্য এমন একটি জিনিস যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বসত বাটি তৈরি করা হোক বা বিশেষ কোন কাজ সবকিছুর জন্যই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় প্রয়োজন। মূল্যবৃদ্ধির বাজারে এই জমি কিনতে প্রায় সময় সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে পাঠক বন্ধুদের জন্য তাই একেবারে ঘরে বসেই দুর্দান্ত লোকেশনে জমির খোঁজ আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে আজ একটি নয় একসাথে তিন তিনটি জমি সম্পর্কে আপনাদের বলব যেগুলো বিক্রির জন্য রয়েছে। আমাদের আজকের লোকেশন হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। চলুন তাহলে এবার সময় নষ্ট না করে আমাদের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।




আজকে আমরা যে প্রথম জমিটির কথা বলব সেটা দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় অবস্থিত। এখানে ২ কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড রয়েছে যার দাম হলো প্রতি কাঠা ৫ লক্ষ টাকা। এখান থেকে খুব কাছেই আপনারা হসপিটাল থেকে শুরু করে রেলওয়ে স্টেশন, স্কুল কলেজ এবং নার্সিংহোম পেয়ে যাবেন। নতুন রাস্তা থেকে শুরু করে জল বা ইলেকট্রিসিটি কোথাও কিন্তু কোন রকমের সমস্যা নেই। সহজেই আজ তিনে কাল থেকে আপনারা বাড়ি তৈরির কাজ এই জমিতে শুরু করে দিতে পারবেন। এবার যাওয়া যাক আমাদের আজকের দ্বিতীয় জমির লোকেশনে।




যে দ্বিতীয় জমিটির কথা বলব সেটা দুর্গাপুরের বিধান নগর এলাকায় অবস্থিত। এখানে মোট জমির পরিমাণ হল চার কাঠা। প্রতি কাঠা দাম নির্ধারণ করা হয়েছে ৭.৫ লক্ষ্য টাকা। এই জমিটি ও কিন্তু খুবই ভালো একটা লোকেশন এর মধ্যে রয়েছে যেখান থেকে আপনারা স্কুল, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, মাইকেল কলেজ এবং বেশ কয়েকটি নার্সিংহোম আর সরকারি হাসপাতাল একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন।
একেবারে দুর্দান্ত লোকেশন এর মধ্যে এই জমিটি রাস্তার উপরেই অবস্থিত। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় জমিটি যেটি অবস্থিত দুর্গাপুরের আড়া শিবতলা এলাকায়। এখানেও রয়েছে চার কাঠা জমি যার দাম রাখা হয়েছে ৬.৫ লক্ষ টাকা। দুটো জমির মতন এখানেও আপনারা সমস্ত সুযোগ সুবিধা একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন তাই কোন রকম অসুবিধা হবে না। যদি আপনারাই প্লটগুলো কিনতে আগ্রহী থাকেন বা অন্যান্য কোন তথ্য জানতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ।
Contact : 6296790937.











