সংসারের অর্ধেক খাটনি কমাতে মাথায় রাখুন এই ৫ টি দুর্দান্ত টিপস, যা অনেকেই জানে না









নিজস্ব প্রতিবেদন: আমাদের দৈনন্দিন কাজ সহজ করে তোলার জন্য বহু এমন হ্যাক বা টিপস রয়েছে যেগুলো কম-বেশি অনেকেই জানেন না। আসলে এই সমস্ত টিপসগুলো কাজে লাগানো কিন্তু একেবারেই সহজ ব্যাপার নয়। বিশেষ করে যারা নতুন গৃহিণী রয়েছেন তাদের এই সম্পর্কে কোন ধারণা থাকেনা। যার ফল স্বরূপ কাজ হয়ে ওঠে অনেকটাই কঠিন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠকদের উদ্দেশ্যে কয়েকটি দৈনন্দিন সাংসারিক টিপস শেয়ার করে নেব যেগুলো হবে অনেকটাই কার্যকরী।।
১) জলের বোতলের একেবারে ভেতরের অংশ পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের বেশ সমস্যার মুখোমুখি পড়তে হয়। কোনরকম পানীয়ের বোতল হয়ে থাকলে সেটা ময়লা হলে ফেলে দেওয়া যেতেই পারে তবে কেনা বোতলের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে না। সেই কারণে আপনারা বাড়িতে থাকা পুরনো টুথব্রাশ নিয়ে নিতে পারেন। একটা লাঠির মধ্যে এই টুথব্রাশ লাগিয়ে একটু বেকিং সোডা আর ভিনেগার মিশিয়ে একটা দ্রবণ বানিয়ে নেবেন।। এটার সাহায্যে কিন্তু খুব সহজেই বোতল পরিষ্কার করে নিতে পারবেন।




২) বাড়িতে টয়লেট প্যান পরিষ্কার করার সময় আমাদের প্রায় সময় সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে যাদের হাঁটু বা কোমরে ব্যথার মতন সমস্যা রয়েছে তারা চট করে খুব বেশিক্ষণ ঝুঁকে এই পরিষ্কার করার কাজটা করতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রাশের সাথে একটি বড় সাইজের লাঠি বেঁধে নিতে পারেন যাতে খুব সহজেই আর ঝুঁকে পরিষ্কারের কাজটা না করতে হয়।।
৩) আমাদের বাড়িতে থাকা কলগুলি প্রায় সময় কিন্তু আয়রনের কারণে নোংরা হয়ে পড়ে যা দেখতে খুবই খারাপ লাগে এবং ধীরে ধীরে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এগুলো পরিষ্কার করার জন্য বেকিং সোডা আর ভিনেগারের একটা মিশ্রিত দ্রবণ ব্যবহার করতে পারেন আপনারা। পুরনো কোন টুথব্রাশ ব্যবহার করে এই দ্রবন দিয়ে ভালোভাবে আপনাদের কলের উপরের অংশ ঘষে নিতে হবে। তাহলেই দেখবেন এগুলো আবার নতুনের মতন চকচকে হয়ে উঠেছে।




৪) বেসিন পরিষ্কার করার জন্যও কিন্তু আপনারা একটি সহজ টিপস কাজে লাগাতে পারেন। বেকিং সোডা এবং একটি স্ক্রাবার ব্যবহার করে খুব সহজেই আপনারা কিন্তু এই পরিষ্কারের কাজটা করতে পারেন। আবার চাইলে এক টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেও এটা করা যেতে পারে।
৫) সবশেষে যে টিপসটা আমরা আলোচনা করব সেটা হল আমাদের প্রত্যেকটি গৃহস্থ বাড়ির একটি খুবই প্রয়োজনীয় টিপস। আমাদের অনেকের বাড়িতে কিন্তু আরশোলার উপদ্রব জাতীয় সমস্যা লক্ষ্য করা যায়। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে অল্প একটু পেয়াজ আর রসুনের খোসা দিয়ে যদি আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেন এবং তারপরে এই দ্রবণটাকে যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব হয়েছে সেখানে স্প্রে করেন তাহলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।











