শীতের ঠাণ্ডায় সিলিন্ডারের ভিতরে গ্যাস জমার সমস্যায় নাজেহাল! ব্যবহার করুন এই দুর্দান্ত গোপন ট্রিকস, সমস্যা দূর হবে চিরতরে









নিজস্ব প্রতিবেদন: অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক সময় আমাদের বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস কিন্তু জমে যায়। ফলস্বরূপ অনেকেই ভেবে থাকেন যে গ্যাস হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। যে কারণে আমাদের অতিরিক্ত খরচের বোঝা টেনে নিয়ে যেতে হয়।
যদি আপনিও নিয়মিত এই জাতীয় সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজ আমরা শেয়ার করে নেব এমন কয়েকটি বিশেষ টিপস যা খুব সহজেই কিন্তু এই সমস্যার হাত থেকে আপনাদের রক্ষা করবে। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের অতিরিক্ত বাঁচানো কিন্তু সোজা কথা নয়। চলুন জেনে নেওয়া যাক।
১) গরম জলের ব্যবহার করবেন:
অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে গ্যাসের সিলিন্ডার জমে গেলে আপনারা গরম জল ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে প্রথমেই একটা বড় পাত্রের তিন থেকে চার লিটার পরিমাণ জল গরম করে নিতে হবে। এবার এই বড় পাত্রের মধ্যে সিলিন্ডার রেখে তারপর কাজ শুরু করে দিন। পাত্রে থাকা গরম জলের কারণে গ্যাস জমাট বাধা অবস্থা থেকে সঠিক অবস্থায় চলে আসবে এবং ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে।




২) বস্তার ব্যবহার করতে পারেন:
শীতের দিনগুলোতে এই গ্যাস জমে যাওয়ার সমস্যার হাত থেকে রেহাই পেতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন পাটের বস্তা। যেখানে সিলিন্ডার বসানো রয়েছে সেই জায়গাটায় দু থেকে তিনটে পাটের বস্তা বিছিয়ে দিন। এই বস্তা সিলিন্ডারের নিচের অংশ গরম রাখতে সাহায্য করবে। কনকনে ঠান্ডার হাত থেকে সিলিন্ডার রক্ষা পাবে এবং ফলস্বরূপ আর কোনভাবেই ভেতরে থাকা গ্যাস জমে যাবে না। ভীষণ কার্যকরী একটি কৌশল অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।




৩) সিলিন্ডার চাকার ব্যবহার:
রান্নাঘরের মেঝে যদি খুব ঠান্ডা বা স্যাতস্যাতে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস জমে যাওয়ার সমস্যাটা অত্যন্ত বেশি রকমের হয়। তাই এই ঠান্ডা হাত থেকে সিলিন্ডারকে বাঁচানোর জন্য আপনারা সিলিন্ডার ট্রলি অথবা চাকা ব্যবহার করতে পারেন। যেহেতু এই সিলিন্ডার ট্রলি ব্যবহারের ফলে গ্যাসের সিলিন্ডার মেঝের থেকে উপরে থাকবে তাই কোনোভাবেই আর এটা ঠান্ডায় জমাট বাঁধবে না। পাশাপাশি আমরা অনেক সময় দেখতে পারি যে যেখানে সিলিন্ডার রাখা হয় সেই জায়গাতে দাগ হয়ে গিয়েছে। ট্রলি ব্যবহার করলে কিন্তু আর এই সমস্যা হবে না।
৪) রোদ লাগানোর ব্যবস্থা রাখুন:
ঠান্ডার হাত থেকে সিলিন্ডার’কে বাঁচাতে আপনারা সব থেকে সহজ উপায়ে ট্রাই করতে পারেন। যেকোনো রৌদ্রজ্জ্বল জায়গায় কিছুক্ষণ এটাকে রেখে দিলেই কিন্তু সম্পূর্ণ গ্যাস সাধারন অবস্থায় ফিরে আসবে। তাহলে রান্না করতেও আপনাদের কোন সমস্যা হবে না আবার কোন অতিরিক্ত খরচ আর বহন করতে হবে না।











