‘ আমি লিডিং মোস্ট হিরো’! নিজেই নিজেকে সেরা বলে হাসির খোরাক টলিউড অভিনেতা বনি, ‘ইডি না ডাকলে নামই জানতাম না’,বলছেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি রীতিমতন সরগরম হয়ে গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে। তার সাম্প্রতিক একটি মন্তব্য রীতিমতন অবাক করে ফেলেছে সকলকে।টলিউডের এই তারকা সিনেমা করে যতনে বেশি নাম কামিয়েছেন। তার থেকে বেশি এই কারণে শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি সাক্ষাৎকার দিতে গিয়ে আচমকাই নিজেকে মোস্ট লিডিং হিরো বলে অভিহিত করে বসেন বনি সেনগুপ্ত।

আর তার এই মন্তব্যের কারণেই ঘটেছে বিপত্তি। আসলে দিন কয়েক আগেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অন্যের টাকায় গাড়ি কিনে ফুটানি করেছেন। যদিও এই দাবি একেবারেই মানতে নারাজ ছিলেন অভিনেতা। তার দাবি ছিল এই টাকা মোস্ট লিডিং হিরো হিসেবে উপার্জন করেই অর্জন করেছেন তিনি।।

সম্প্রতিক এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত কে বলতে শোনা যায়, “তিনি এই মুহূর্তে যে পারিশ্রমিক নেন সেটা তিনি নিজে ‘আর্ন করে পেয়েছেন কারণ তিনি ‘ওয়ান অফ দা লিডিং মোস্ট হিরো’ টলিউডের এই মুহূর্তে”। বনি সেনগুপ্তের এই মন্তব্য মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। ইতিমধ্যেই facebook instagram থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তাকে নিয়ে রীতিমতন trolling এর বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশের তো দাবি এই হিরোকে তারা চেনেন ই না।

এমনকি মজার ছলে কটাক্ষ করতে গিয়ে অনেকে এটাও দাবি করে বসেছেন যে,‘এটা কে? কি সিনেমা আছে? এইসব না হলে তো জানতেও পারতাম না লিডিং মোস্ট হিরোকে ‘। কেউ কেউ আবার বলেছেন,‘ তার অভিনয় দেখার থেকে হিরো আলমের কমেডি দেখা অনেক ভালো’। সবমিলিয়ে এখন বনি সেনগুপ্ত কে কেন্দ্র করেই মিমপেজ গুলো আক্রমণাত্মক হয়ে পড়েছে। এ বিষয়ে আপনাদের কোন মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Back to top button