ছাড়তে হল লাখ টাকা দামের নতুন বাড়ি! ভুবন বাদ্যকরের করুণ পরিণতি চোখে জল আনবে আপনারও

নিজস্ব প্রতিবেদন: কমবেশি আপনারা সকলেই ভাইরাল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর’কে চেনেন। একটা সময় পর্যন্ত নিজের গানের কারণে বিশেষভাবে সকলের কাছে খ্যাত ছিলেন তিনি। কিন্তু এবার এই খ্যাতির কারণেই নিজের লাখ টাকা দামের বাড়িও ছেড়ে দিতে হলো তাকে।একটি মাত্র গান গেয়েই সুপারস্টার গায়কদের মত জনপ্রিয়তা পেয়েছিলেন ভুবন বাবু।

টাকা, বাড়ি, গাড়ি থেকে আইফোন, সবই পেয়েছেন তিনি। কিন্তু সেই জনপ্রিয়তা এখন অনেকটাই কমে এসেছে। বিগত বেশ কিছু সময় ধরেই তার আর কোনো রকমের নতুন গান সামনে আসেনি আর পুরনো গানগুলির জনপ্রিয়তাও কমে গিয়েছে। একটা সময় ব্যাপকভাবে ট্রেন্ডিংয়ে ছিল কাঁচা বাদাম। তবে এখন আর কোথাও শোনা যায় না এই গান।

আগেই অবশ্য এই বিষয় নিয়ে কিছু কথা বলেছিলেন ভুবন বাদ্যকর। পরিচিতি হওয়ার পর থেকেই নাকি বহু মানুষ তার কাছে প্রতিনিয়ত টাকা চাইতে আসতেন। এমনকি এই সময় অনেকেই কিন্তু তার কাছ থেকে জোর করে বহু টাকা চাঁদা হিসেবে নিয়ে গিয়েছেন। এমনকি অনেক ক্ষেত্রেই হুমকির মুখোমুখি হতে হয়েছে তাকে।

এই অবস্থায় দাঁড়িয়ে শেষমেশ একটা সময় নিজের গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হন ভুবন বাবু।আগে গান গেয়ে টুকটাক উপার্জন করে দিন কাটতো বাদাম কাকুর। কিন্তু এখন আর সেই দিন নেই। কপিরাইটের ঝামেলায় জড়িয়ে গানের রেকর্ডিং করতে পারছেন না ভুবন বাবু। বাদাম দিয়ে যে কটি গান গেয়েছিলেন সেগুলো থেকেও উপার্জন বন্ধ। কোন মতে ছেলের রোজগারের মাধ্যমে সংসার চালাচ্ছেন এখন বাদাম কাকু।

বিগত বেশ কিছুদিন সময় ধরেই তার youtube চ্যানেলের ও অবস্থা খারাপ। এমতাবস্থায় কি করে সংসার চলবে আর কিভাবে তিনি নিজের জীবন যাপন করবেন তা নিয়ে পড়েছেন চিন্তায়।।খ্যাতির বিড়ম্বনা যে কি অবস্থায় তাকে ফেলেছে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন সকলের প্রিয় বাদাম কাকু। একটা সময় জনপ্রিয়তা এখন তার জীবনের সবথেকে বড় সমস্যায় পরিণত হয়েছে।। এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Back to top button