বাড়ির ছাদে বা উঠোনে এই সহজ গোপন ট্রিকসে তৈরি করুন কলার চারা, অল্পদিনেই ছোট গাছ ভরে ধরবে প্রচুর কলা

নিজস্ব প্রতিবেদন: কলা হলো এমন একটি ফল যা ব্রেকফাস্ট থেকে শুরু করে টিফিন সবকিছুতেই কিন্তু ব্যাপকভাবে বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে থাকেন। বিভিন্ন ধরনের কলার প্রজাতি হয় যাদের স্বাদ একেবারেই আলাদা রকমের। বাজার থেকে খুব সহজেই কিন্তু এগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন।।

তবে আপনারা চাইলে কিন্তু বাড়িতেই এই কলার চারা খুব সহজে তৈরি করে রোপন করতে পারেন।। পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই চারা তৈরীর কাজ কিন্তু একেবারেই সহজ। তাই যারা কঠিন ভেবে পিছিয়ে আসছেন তারা কিন্তু এই ভুল করবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কলার চারা তৈরি করার এই গোপন পদ্ধতি।

এই পদ্ধতিতে কলার চারা তৈরি করতে গেলে আপনাদের প্রথমেই একটা মোচা নিয়ে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ছাড়িয়ে অর্থাৎ প্রধান খোলসের থেকে আলাদা করে কলা গাছের গোড়ায় একটু মাটি আলগা করে নিয়ে রোপন করে দিতে হবে।। রোপন করার পরে চারপাশ থেকে মাটি আর বিভিন্ন শুকনো পাতা আপনারা চাপা দিয়ে উপর একটা প্লাস্টিকের কভার বা পলিব্যাগ দিয়ে চাপা দিয়ে দেবেন।।

এভাবে বেশ কয়েকদিন রেখে দেওয়ার পর দেখা যাবে আপনা থেকেই মোচাগুলো কলায় রূপান্তরিত হয়ে গিয়েছে। তারপর এটাকে আপনারা খুব সহজেই আরো বেশ কয়েকদিন রেখে দিতে পারেন যাতে ভালোভাবে চারা তৈরি হয়ে যায়। কলাগাছ তৈরি করার এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আপনারা আর কখনোই পাবেন না।

এরপর এটাকে কোন ভালো মাটিতে বা টবে আপনাকে রোপন করে দিতে হবে। ব্যাস তাহলেই ধীরে ধীরে এই গাছ বাড়তে থাকবে এবং একটা সময় পর আপনাকে বাম্পার ফলন দেবে। তবে অবশ্যই সময় মতন জল আর সার প্রয়োগ করতে ভুলবেন না। গাছের বৃদ্ধির জন্য এর উপযুক্ত পরিমাণের খাদ্যের যোগান থাকাটাও কিন্তু ভীষণ রকমের জরুরী। কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Back to top button