বাড়ির ভিতরেই গোলাপ ফুল হাতে নিয়ে জনপ্রিয় হিন্দি গান গেয়ে ভাইরাল অভিনেত্রী শ্রুতি দাস, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- অভিনেত্রী শ্রুতি দাস কে নিয়ে জ-ল্পনা এখন মাঝেমধ্যেই তু-ঙ্গে থাকে । তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তার গায়ের রঙ । তার গায়ের রঙ অত্যন্ত কালো হওয়ার জন্য প্রতিনিয়ত কটাক্ষে শিকার হতে হয় তাকে । একাধিকবার বিভিন্ন কু-রুচিকর মন্তব্যের শি-কার হয়েছেন অভিনেত্রী। এমনকি সেই সমস্ত বিষয়গুলি তিনি সহ্য করতে না পেরে সা-ইবারক্রা-ইমের অধীনে পু-লিশের দ্বা-রস্থ হয়েছেন অ-ভিযোগ করেছেন সেই নেটিজেনদের বি-রুদ্ধে।




কিন্তু কোনো রকম কোনো ফল হয়নি তাই একপ্রকার বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন আশা। অভিনেত্রী শ্রুতি দাস কে প্রথমবারের মতন দেখা গিয়েছিল ত্রিনয়নী ধারাবাহিকের নয়নের চরিত্রে অভিনয় করতে। কিন্তু বর্তমানে তিনি দেশের মাটি নামক ধারাবাহিকে অভিনয় করছেন নোয়ার চরিত্রে ।




যেকোনো চরিত্রকে স্বাবলম্বী ভাবে ফুটিয়ে তুলতে তিনি দক্ষ । তাইতো খুব অল্প সময়ের মধ্যে জয় করে নিয়েছেন দর্শকদের মন ।তৈরি করেছে বড়োসড়ো অনুগামী মহল । কিন্তু সেই অনুগামী মহলের মধ্যে একাংশ তাকে নিয়ে ক-টাক্ষ করতে থাকে তার গায়ের রং নিয়ে । যদিও অন্যান্য অনুরাগীরা তাকে সমর্থন করে প্রতিনিয়ত । তবে এবার গান গেয়ে ভাইরাল হলেন অভিনেত্রী শ্রুতি দাস।




অভিনেত্রী শ্রুতি দাস গান গেয়ে এবার ভাইরাল হলেন । সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে যথেষ্ট পরিমাণে পছন্দ করেন তিনি । একাধিকবার নানান ধরনের ভিডিও প্রকাশ করেছেন তিনি তাঁর হ্যান্ডেলের । কিন্তু সম্প্রতি জনপ্রিয় হিন্দি গান গেয়ে চর্চার তুঙ্গে পৌঁছে গেলেন অভিনেত্রী খুব অল্প সময়ের মধ্যে । ইতিমধ্যে গানটি ভাইরাল হয়েছে । ছড়িয়ে পড়েছে সর্বত্র । এসেছে অনেকখানি মন্তব্য ।











