এবার থেকে বাইকের পেছনের সিটে বসতে গেলে মানতে হবে এই নিয়ম, নইলে হবে ফাইন,নয়া নির্দেশিকা পরিবহন মন্ত্রকের!









নিজস্ব প্রতিবেদন :- বর্তমানে যে সমস্ত বাইক গুলো রয়েছে সেগু-লি অত্যন্ত আধুনিক ফিচার যুক্ত এবং পিছনে বসার জন্য রাখা হয় তা অনেকখানি । এবার থেকে বাইকের পিছনে বসা আরোহীদের জন্য নতুন নিয়ম প্রণয়ন করল কেন্দ্রীয় সরকার আসুন দেখে নেব সে নিয়ম গু-লি কি কি । এবার থেকে বাইকের পেছনে বসতে গেল মানতে হবে সরকারি নির্দেশিকা ।




বিভিন্ন ধরনের বাইক দু-র্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে আমাদের আশেপাশে এবং এই দু-র্ঘটনা তে প্রা-ণ হা-রাচ্ছে বহু মানুষ । এবার থেকে যাতে এই ধরনের ঘটনা সংখ্যা কমিয়ে আনা যায় তার জন্য সেই ব্যাপারে বিশেষভাবে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার । ঠিকই ধরেছেন এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাইকের পিছনের সিটে বসার জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশ না মানলে হতে পারে জ-রিমা-না ।




প্রথমত :- বলা হয়েছে যে পিছনে যে বসবে তার জন্য দুই দিকে অর্থাৎ বামদিকে এবং ডান দিকে পা দা নি রাখতে হবে ।
দ্বিতীয়ত :- যে বিষয়টি বলা হয়েছে যে গাড়ির বাঁদিকে অর্থাৎ গাড়ির পিছনে বাঁদিকে গার্ড লাগাতে হবে যাতে মহিলার শাড়ি ওড়না চাকার মধ্যে কোন কারণে ভেসে না যায় ।




এবার থেকে কন্টেনারের বদলানো চলছে কেন্দ্রীয় সরকার বাইক কন্টেনার আগের থেকে অনেকটাই ছোট করা হচ্ছে যার দৈর্ঘ্য ৫৫০ মিলিমিটার এবং প্রস্থ ৫১০ মিলি মিটার এবং উচ্চতা হবে ৫০০ মিলিমিটার। এই নিয়ম মেনে চললেই বাইকের পিছনে তবে একজনকে বসাতে পারবেন। যদি এই নিয়ম মানা না হয় তাহলে একাই বাইক চালাতে হবে এবার থেকে। নতুন এই নিয়ম না মানা হলে অপরাধ হিসেবে বিবেচিত হবে।




এবার থেকে পিছনে বসা আরোহীদের জন্য অতি অবশ্যই বাইকের মধ্যে হ্যান্ড হোল্ড থাকতে হবে যা যেগু-লি পিছনে বসা আরোহীকে অধিক নিরাপত্তা দেবে । যদি কোনো কারণে বাইক চালক আচমকা ব্রেক কষে তাহলে এই হ্যান্ড হোল্ডিং এর মাধ্যমে পিছনে বসা আরোহী অনেকটা নিরাপদ থাকবে ।




অপরদিকে টায়ার সম্পর্কে জারি করা হয়েছে একটি বিশেষ সতর্কবার্তা । ৩.৫ টন যুক্ত টায়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার । তার পাশাপাশি একটি বিশেষ সেন্সর এর মাধ্যমে চাকাতে কত হাওয়া রয়েছে তা মনিটরিং করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।











